বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আপেল মাহমুদের রচনায় তিশা

শোবিজ প্রতিবেদক

আপেল মাহমুদের রচনায় তিশা

সম্প্রতি শুটিং হলো বড়দিনের বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’। আপেল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। ‘আনন্দধ্বনি’তে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। সঙ্গে রয়েছেন ইরফান সাজ্জাদ। নাটকটির রচয়িতা আপেল মাহমুদ পরপর ৪ বছর বড়দিনে এনটিভির জন্য নাটক লিখলেন। নাট্যকার আপেল বলেন, ‘নাটকের গল্পটি মানসিক টানাপোড়েনের’। আপেল মাহমুদ এখন পর্যন্ত প্রায় ৭০টি একক নাটক ও ১২টি ধারাবাহিক নাটক লিখেছেন। এরমধ্যে রয়েছে মাবরুর রশিদ বান্নাহর ‘সেই সময়ে তুমি আমি’, ‘ফুল হাতা হাফ শার্ট’, ইমেল হকের ‘ডিসটিউন স্বরলিপি’, ‘বিশু পাগলা এখন প্রেমিক’ অন্যতম। ধারাবাহিকের মধ্যে সেমি-করপোরেট, ইমরাউল রাফাতের টমেটো ক্যাচাপ, কলকাতার দাদাবাবু, আপেল মাহমুদের ছবির হাট, ফয়সাল রাজিবের জীবন থেকে নেওয়া এই শহরের গল্প অন্যতম। উল্লেখ্য, ‘আনন্দধ্বনি’তে নাটকটি ২৫ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর