মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
এক ঝলক

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আগামীকাল’

শোবিজ প্রতিবেদক

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আগামীকাল’

সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে (৬ জানুয়ারি) প্রিমিয়ার হবে টুটুল চৌধুরী অভিনীত ছবি ‘আগামীকাল’। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত দ্বিতীয় সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্রের পর্দা উঠেছে ৩ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। একই উৎসবের সমাপনীর দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জনান, এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ১২১টি দেশের ৬০০ চলচ্চিত্র, তার মধ্যে মাসুদ মঞ্চ প্রযোজিত, অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রটি সমাপনীর দিন প্রদর্শিত হবে। অভিনেতা ও প্রযোজক টুটুল চৌধুরী জানিয়েছেন, উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে ফেস্টিভ্যাল প্রিমিয়ার হচ্ছে এই ছবিটি। ছবিটি ৪ মার্চ দেশে এবং বিদেশে একযোগে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ খবর