বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে কামাল আহমেদের তিন অ্যালবাম

শোবিজ প্রতিবেদক

বঙ্গবন্ধুকে নিয়ে কামাল আহমেদের তিন অ্যালবাম

বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ বরাবরই একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন তালিকাভুক্ত কণ্ঠশিল্পী তিনি। তিনি মূলত একজন রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে সবার কাছে সুপরিচিত। তবে দেশাত্মবোধক, আধুনিকসহ বিভিন্ন বিষয়ে গান গাওয়ায় পারদর্শী তিনি। সেই ভালো লাগা থেকেই একে একে তাঁর অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে শিল্পী কামাল আহমেদ তিনটি একক অ্যালবাম প্রকাশ করেন। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি প্রকাশ করেন ‘মহাকাব্যের কবি’। এই অ্যালবামে তাঁর গাওয়া মোট ১২টি গান ছিল। এরপর ২০২০ সালের ১৬ ডিসেম্বর ১০টি গান নিয়ে প্রকাশিত হয় ‘মহাকবি’। আর গত বছরের শেষদিকে ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুকে নিবেদন করে ১৪টি গান নিয়ে প্রকাশিত হয় ‘রাজনীতির কবি’। এটি তাঁর ক্যারিয়ারের ২১তম অ্যালবাম। পুরনো-নতুন সব জনপ্রিয় গীতিকার-সুরকার তাঁর এই অ্যালবামগুলোতে যুক্ত হয়েছেন। এ প্রসঙ্গে কামাল আহমেদ বলেন, আমাদের অস্তিত্ব বঙ্গবন্ধু। আমরা কিন্তু এখনো বঙ্গবন্ধুর আবেগের মধ্যেই আছি। শিল্পী হিসেবে আমার জীবনের যা সৃষ্টি, তার মধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধুকে নিয়ে এই তিনটি কাজ। অনেক ভালোবাসা ও চেতনা দিয়ে কাজগুলো করেছি।’  এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ বেতার একটি ডকুমেন্টারি ফিল্ম করেছে। এই ফিল্মটির গবেষণা ও পরিচালনার কাজটিও করেছেন কামাল আহমেদ।

সর্বশেষ খবর