শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দেশাত্মবোধক গানচিত্রে শুভ

শোবিজ প্রতিবেদক

দেশাত্মবোধক গানচিত্রে শুভ

বছরের একেবারে শেষ দিনে মুক্তি পায় বিশেষ একটি দেশাত্মবোধক গান। নাম ‘দেশের পঞ্চাশ, আমার কুড়ি’। যে গানের মাধ্যমে ৫০ বছরের বাংলাদেশ নিয়ে প্রাপ্তি ও প্রত্যাশার কথা বলেছেন ২০ বছরের এক তরুণ। গানটিতে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সারোয়ার শুভ। যা উন্মুক্ত হলো ৩১ ডিসেম্বর সকালে শিল্পীর ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে শুভ বলেন, ‘বিজয়ের মাসে ভাবনায় এলো বাংলাদেশের ৫০ বছরের কথা। সঙ্গে বঙ্গবন্ধুরও জন্মশত বছর। মনে হলো, নাগরিক হিসেবে আমি সৌভাগ্যবান। মনে হলো, দেশ নিয়ে একটা গান করা দরকার। গানে গানে কিছু কথা বলা দরকার। সে ভাবনা থেকেই কাজটি করা।’ গানটির বক্তব্য প্রসঙ্গে এই তরুণ শিল্পী বলেন, ‘বাংলাদেশ নিয়ে কুড়ি বছরের একজন তরুণের ভাবনা উঠে এসেছে এতে। দেশটাকে নিয়ে তাঁর ভিতরের হতাশা ও স্বপ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’ ‘দেশের পঞ্চাশ, আমার কুড়ি’ গানটির সংগীতায়োজন করেছেন আর এম তাওহিদ। শুভকে মডেল করে ভিডিও বানিয়েছেন দ্য ডোরস।

সর্বশেষ খবর