সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফেরদৌসের গর্ব

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসের গর্ব

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস জানালেন, তাঁর অভিনয় জীবনের অন্যতম সেরা একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর কথায় মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের একডজনেরও বেশি ছবিতে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম মুক্তিযুদ্ধের সত্য ঘটনার একটি চলচ্চিত্রে অভিনয় করছি। ছবির শিরোনাম ‘দামপাড়া’। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা শহীদ শামসুল হকের ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী এসপি শামসুল হককে গ্রেফতার করে সার্কিট হাউসে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। ছবিটি প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবিতে শামসুল হক চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস এবং তাঁর স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় আছেন ভাবনা। ছবিটি পরিচালনা করছেন শুদ্ধমান  চৈতন। রচনা, চিত্রনাট্য ও সংলাপে আনন জামান। ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধকে এত ডিটেইলে আগে কোনো ছবিতে তুলে ধরা হয়নি। তাছাড়া এতে প্রকৃত অস্ত্রশস্ত্র ও লোকেশন ব্যবহার করা হচ্ছে। তাই সত্যিই অন্য এক ধরনের অনুভূতি আমার মধ্যে কাজ করছে ছবিটি নিয়ে। শুধু ছবির গল্প নয়, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক একটি চরিত্রে কাজ করতে পারছি বলে আমি গর্বিত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর