সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জায়েদ বললেন অভিযোগ মিথ্যা

শোবিজ প্রতিবেদক

জায়েদ বললেন অভিযোগ মিথ্যা

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বললেন, চাঁদা নিয়ে রসিদ দেওয়া হয়নি বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যাঁরা চাঁদা দিয়েছেন সবার রসিদ দেওয়া হয়েছে। না হলে ৭ জানুয়ারি শিল্পী সমিতির সাধারণ সভায় অবশ্যই শিল্পীরা এ ব্যাপারে অভিযোগ করতেন। সভার পরদিনই এই জিডি করা মানে যিনি জিডি করেছেন তিনি অন্য একটি প্যানেল থেকে নির্বাচন করছেন বলে আমাদের প্যানেলকে ষড়যন্ত্রমূলকভাবে বিতর্কিত করতেই এই হীন অপচেষ্টা চালিয়েছেন। আবারও বলছি যেসব শিল্পী চাঁদা দিয়েছেন সবাই রসিদ পেয়েছেন। আমার অনুরোধ নির্বাচনে যাঁকে সদস্যরা যোগ্য মনে করবেন তাঁকেই ভোট দেবেন। এখানে ষড়যন্ত্র করে কাউকে নির্বাচনে হারানো বা ছোট করা যাবে না। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন।

 

সর্বশেষ খবর