বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নাট্যজন মমতাজউদদীন আহমদ জয়ন্তী

শোবিজ প্রতিবেদক

সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদ। তাঁর অষ্টাশিতিতম জন্মবার্ষিকী উপলক্ষে এবার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে উৎসব। নাম ‘সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদ জয়ন্তী’। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে পথিকৃৎ নাট্যজন মমতাজউদদীন আহমদ। তিনি আর সেলিম আল দীন, বাংলাদেশের নাটকের কথা বলতে গেলে অবধারিতভাবেই এ দুই নাট্যকারের জীবন ও সৃষ্টি ওঠে আসবে। তাঁর মতো নাট্যকাররাই জাগরণ সৃষ্টি করেছেন এ দেশের নাট্যাঙ্গনে। এক অঙ্কের নাটক রচনায় তিনি ছিলেন পথিকৃৎ। পূর্ব পাকিস্তানের নাট্য আন্দোলন থেকে যার সূচনা; তারপর একাধারে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, গ্রুপ থিয়েটার আন্দোলন,  স্বৈরাচারবিরোধী আন্দোলন- সব আন্দোলনে যিনি ছিলেন প্রথম সারির মানুষ।

সর্বশেষ খবর