সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অপরাজেয় বাংলায় ‘১৯৭১ সেইসব দিন’

শোবিজ প্রতিবেদক

অপরাজেয় বাংলায় ‘১৯৭১ সেইসব দিন’

‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য, যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এটি অবস্থিত। ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার শুটিং হলো এবার তার আশপাশেই। অভিনেত্রী, নির্মাতা হৃদি হক সরকারি অনুদানে নির্মাণ করছেন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। এরই মধ্যে সিনেমাটির বেশির ভাগ অংশের কাজ সম্পন্ন হয়েছে। কিছু অংশের কাজ বাকি। বাকি অংশের কাজই করছেন হৃদি হক। এরই মধ্যে ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র আশপাশে এই সিনেমার শুটিং হলো দিনব্যাপী। সিনেমাটিতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস এবং তার বিপরীতে অভিনয় করছেন হৃদি হক। সিনেমাটি প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘এই সিনেমার গল্পের মূল ভাবনা আমার বাবার। তাঁর জীবদ্দশায় এই সিনেমার কাজ শুরু করেছিলাম, কিন্তু আজ তিনি নেই। তবে এই সিনেমায় তিনি আজীবন বেঁচে থাকবেন।’ 

 

সর্বশেষ খবর