প্রেমের নদীতে সম্পর্কের তরী ভাসিয়ে পরস্পরকে আলিঙ্গন। একসময় সব আবেগ উগলে বিয়ের পিঁড়িতে বসা। সংসার নামক বন্ধনে কেটে যাচ্ছিল দীর্ঘ বছর। হঠাৎ সুখের ঘরে জ্বলে উঠল দুঃখের আগুন, ঘটল বিচ্ছেদ। বলিউডের এমন কজন তারকার দীর্ঘদিনের সংসার ভাঙার গল্প তুলে ধরা হয়েছে- শোবিজ ডেস্ক ১৮ বছরের সংসার ধানুশ-ঐশ্বরিয়ার দীর্ঘ ১৮ বছর একসঙ্গে ঘর করেছেন তাঁরা। রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার…