সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৯ বছর পর শিরোনামহীনের অ্যালবাম

শোবিজ প্রতিবেদক

৯ বছর পর শিরোনামহীনের অ্যালবাম

পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের দিন শেষ বললেই চলে। এখন শিল্পীরা সলো গান প্রকাশ করতে বেশি পছন্দ করেন। এমন একটি সময় নিজেদের পূর্ণাঙ্গ একটি অ্যালবাম প্রকাশের কথা জানাল জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। প্রায় ৯ বছর পর তাদের এই ষষ্ঠ অ্যালবামের প্রকাশ হতে যাচ্ছে। নাম রাখা হয়েছে ‘পারফিউম’। এতে থাকছে আটটি গান। এরমধ্যে সাতটির ভিডিও উন্মুক্ত হয়েছে অন্তর্জালে। মিলেছে দারুণ সাড়া। শেষ গান শিরোনাম সংগীতের (পারফিউম) শুটিং শেষ করলেন সম্প্রতি। শিরোনামহীন প্রধান জিয়াউর রহমান জানান, ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর পেছনে তাঁরা বিগত আড়াই বছর পরিশ্রম করেছেন। যাকে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসের সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিও বলতে চাইছেন তাঁরা। যেখানে গ্রিক মিথোলজি নিয়ে নির্মিত গানে শিরোনামহীন সদস্যদের সম্পূর্ণ ভিন্ন আউটলুকে উপস্থাপন করা হয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্যই এরকম স্ক্রিনপ্লে করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বাংলাদেশের প্রখ্যাত শিল্পপ্রতিষ্ঠান কে ওয়াই স্টিল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ব্যান্ড প্রধান জিয়াউর রহমান নিজেই।  গানটির শুটিং হয় হেমায়েতপুরে দেশালের পরিচালক গোলাম মোস্তফা সবুজের বাসভবন ‘সবুজপাতা’য়।

 

সর্বশেষ খবর