বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাঙালি উড়ন্ত মানবী!

শোবিজ প্রতিবেদক

বাঙালি উড়ন্ত মানবী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ব্যালে নৃত্যরত একটি তরুণীর বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেটি জয়িতা আফরিন তৃষার তোলা মোবাশ্বিরা কামাল ইরার খোলা আকাশে ভেসে বেড়ানোর ছবি। যেন ‘বাঙালি উড়ন্ত মানবী’। যদিও ফটোগ্রাফার তৃষা এটির নাম দিয়েছেন ‘ব্যালেরিনা’। তাঁর ক্যামেরা ফ্রেমে ইরার ফ্লেক্সিবল নাচের মুদ্রা তাক লাগিয়ে দিয়েছে নেটদুনিয়ার মানুষদের। ছবির মডেল নওগাঁর মেয়ে ইরা এসেছিলেন শিল্পকলার ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য নৃত্য উৎসবে। ছবিগুলো ২৩ জানুয়ারি তোলা। নাচ করতে ভালোবাসেন ইরা। শৈশবে নওগাঁয় সুলতান মাহমুদের কাছে শিখেছেন। পরে ঢাকায় ভরতনাট্যম শেখেন। ২০২১ থেকে সাধনা সংগঠনের সঙ্গে কাজ করছেন। আর ফটোগ্রাফার জয়িতা আফরিন তৃষা ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিয়মিত ফ্যাশন হাউসে ফটোশুট করেন।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর