শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রশংসিত ‘নদীর জলে শাপলা ভাসে’

শোবিজ প্রতিবেদক

প্রশংসিত ‘নদীর জলে শাপলা ভাসে’

কোনো প্রকার কর্তন ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, পরিচ্ছন্ন গল্পের সিনেমা হিসেবে সবাই ছবিটির প্রশংসা করেছেন। শিল্পীরাও দুর্দান্ত অভিনয় করেছেন। নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। তিনি বলেন, আমি একটি পরিচ্ছন্ন গল্প বলতে চেয়েছি। ভীষণ ভালো লাগছে যে, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি পছন্দ করেছেন। গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি তৈরি করা হয়েছে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি।

ছবির মূল ভূমিকায় অভিনয় করা আনিসুর রজমান মিলন বলেন, একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি আমার অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি ঠিক তেমনই একটি ফিল্ম। চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘একটি হৃদয়বিদারক গল্প। এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। অনেক দিন ধরেই এরকম একটি গল্প খুঁজছিলাম। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

সর্বশেষ খবর