শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভালোবাসা দিবসের নাটকে ব্যস্ত তারকারা

বিশেষ দিবসকে ঘিরে নাটক পাড়ায় চলছে ব্যস্ততা। প্রতিবারের মতো এবারও ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে অসংখ্য নাটক, ওয়েব সিরিজ। বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফরমে প্রচারিত হবে এসব নাটক। বিস্তারিত লিখেছেন- পান্থ আফজাল

ভালোবাসা দিবসের নাটকে ব্যস্ত তারকারা

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে টেলিভিশন চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানমালা নানা আয়োজনে সাজিয়ে তুলেছে। ডিজিটাল প্ল্যাটফরম, ব্যক্তিগত ও বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের জন্যও তারকানির্ভর নাটক ও ওয়েব নির্মাণ চলছে। নির্মাতারা তিন থেকে চারটি করে ভালোবাসা দিবসের নাটক নির্মাণ করছেন। ইতোমধ্যে কেউ কেউ কাজ শেষ করে ফেলেছেন। কারও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও স্বাস্থ্যবিধি মেনে করোনার মধ্যেও চলছে শুটিং। চ্যানেলগুলোর চাহিদার কারণে নির্মাতা ও অভিনয়শিল্পীরা কাজ করে যাচ্ছেন। এ দিবসকে কেন্দ্র করে ব্যস্ত রয়েছেন শাওন, টয়া, অপূর্ব, তাহসান, নিশো, মেহজাবীন, জোভান, কেয়া পায়েল, তাসনিয়া ফারিণ, সজল, হিমি, তানজিন তিশা, ইয়াশ রোহান, খায়রুল বাসার, চমক, সাব্বির অর্ণব, নিলয়, পারসা ইভানা, মুশফিক আর ফারহান, তৌসিফ, সাফা, মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, আরশ খান, এ্যালেন শুভ্র প্রমুখ। এবারও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে  ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্প। ভ্যালেন্টাইনে আসছে কাজল আরেফিন অমির নির্মাণে একমাত্র কাজ ‘দই’। আগামী ১৪ ফেব্রুয়ারি ধ্রবটিভির ইউটিউব চ্যানেলে মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রকাশ পাবে। বিয়েবাড়িতে নানা ঘটনা ও ‘দই’ নিয়ে লঙ্কাকান্ড এটির গল্প। অভিনয়ে মারজুক রাসেল, মিশু সাব্বির, মুসাফির সৈয়দ বাচ্চু, শরাফ আহমেদ জীবন, তামিম মৃধা, শিমুল শর্মা, চাষী আলম, জিয়াউল হক পলাশ, পাভেল, আবদুল্লাহ রানা, পারসা ইভানা, সুমন পাটোয়ারি ও শাওন। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘চিরকুট’ নিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে আসছেন সালমান মুক্তাদির ও রোকাইয়া চমক। নাটকের কাহিনি লিখেছেন বিদ্যুৎ রায়। ১২ ফেব্রুয়ারি আরটিভির অফিশিয়াল ইউটিউ চ্যানেলে এবং রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি। সাজিন আহমেদের রচনায় এবং তুহিন হোসেনের নির্মাণে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ঋণ’। এটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা ও শহিদুল্লাহ সবুজ। ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে দেখা যাবে নাটকটি। মিশু সাব্বির ও সারিকা সাবাহর ‘প্রেমিক মাস্তান’। পরিচালনায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ভালোবাসা দিবসে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে। অনন্য ইমন নির্মাণ করেছেন ‘ভ্যালেন্টাইন গেম’। গল্প লিখেছেন সুকন্যা দত্ত। নির্মাণের পাশাপাশি নাটকটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। নাটকটি ভালোবাসা দিবসে এটিএন বাংলায় প্রচার হবে। রাজীব আহমেদের রচনায় ও বি ইউ শুভর নির্মাণে ‘উপকার ডট কম’-এ অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় এনটিভিতে নাটকটি প্রচার হবে। অপূর্ব-সাবিলার নাটক ‘স্পাই লাভ’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটির নির্মাতা রুবেল হাসান। ‘স্পাই লাভ’ মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে। নির্মিত হয়েছে আদিফ হাসানের পরিচালনায় সাব্বির অর্ণব ও মুনমুন জুটির ‘বিয়েবাড়ির গল্প’। ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটি জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নির্মিত। অভিনয় করেছেন অপূর্ব-পায়েল। এটি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। মাহমুদুর রহমান হিমির নির্মাণে মেহজাবীন এবার তৌসিফের

সঙ্গে বাংলাভিশনের জন্য ‘পার্থক্য’ ও আফরান নিশোর সঙ্গে করেছেন ‘পার্টনারশিপ আনলিমিটেড’। শাওন ও সাফা জুটি বেঁধে অভিনয় করেছেন মিজানুর রহমান আরিয়ানের ‘পাশে থাকার গল্প’। এটি বঙ্গ ও বঙ্গর ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত। সময়ের আলোচিত দুই টিভি তারকা আফরান নিশো ও তানজিন তিশার নাটক ‘ঘটক’। সিএমভির প্রযোজনা ও সোহাইল রহমানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু। এ ছাড়াও ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে মুহাম্মদ মিফতাহ আনানের ‘ক্রাক’, ‘এই অবেলায়’; হিমির নির্মাণে ‘শুধু তুমিময়’, ‘প্রেমরোগ’; মুহিদুল মুহিমের ‘লাভ ট্রিপ’, ‘ঢাকা টু দুবাই’, ‘মডার্ন কাপল’, ‘প্রিয়জন’; রুবেল হাসানের ‘লাইফ ইজ বিউটিফুল’; সাগর জাহানের নির্মাণে মোশাররফ-তানজিন তিশার ‘চিত্রা তার অপেক্ষায়’, ‘পুকুরে ভাসা সংসার’; চয়নিকা

চৌধুরীর নির্মাণে সুর্বণা মুস্তাফা-তামিম মৃধার ‘অতল স্বর্গের ডাক’; সহিদ উন নবীর নির্মাণে শামিম-সারিকা সাবাহর ‘এ্যারোগেন্স’, চোর দ্য থিফ প্রভৃতি। সিনেমা গ্যারেজের ব্যানারে আসছে ‘ম্যানআপ ম্যানের বৌ’, ‘প্রেম এমনই’, ‘ইনস্যুরেন্স মতিন’। সজল অভিনীত ‘হুইলচেয়ার’ আসছে ১৩ তারিখে আরটিভির পর্দায়। এদিকে আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, জোভান, সাফা অভিনীত রাকেশ বসুর ‘ভালোবেসে যাই’ আসছে  ভালোবাসা দিবসেই।

সর্বশেষ খবর