বলিউডে এত উপাধি, এত সম্মাননা, এত আয়ের তারকা বলতে একজনই। তিনি হলেন শাহরুখ খান। যাঁর অভিনয়ের দ্যুতি শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ছড়িয়েছে। তাঁর অজানা যত চলচ্চিত্র আর ব্যক্তিজীবনের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ প্রথম অভিনীত ছবি ইংরেজি শাহরুখ খানের প্রথম অভিনীত ছবি একটি ইংরেজি টেলিফিল্ম, যার নাম ‘ইন হুইচ অ্যানি গিভস ইট টু দোজ ওয়ানস’। ছবিটি নির্মাণ হয় ১৯৮৯…