শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুরন্ততে ‘নাচের ইশকুল’

শোবিজ প্রতিবেদক

দুরন্ত টিভিতে আসছে ঘরে বসে নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’-এর দ্বিতীয় মৌসুম। এ অনুষ্ঠানে অংশ নিয়েছে ৯টি নাচের দল এবং নয়জন নাচের শিল্পী। প্রচার হবে রবি থেকে বৃহস্পতিবার, সপ্তাহে পাঁচ দিন। প্রতি সপ্তাহে একটি নাচের দল একটি বিষয় শিখবে। প্রতিটি বিষয়ের প্রশিক্ষণ শুরু হবে নাচের শিল্পী লুবনা মারিয়ামের সঞ্চালনায়। প্রয়াত নৃত্যশিল্পী গওহর জামিলের কম্পোজিশনে লোকনৃত্য (পলো নৃত্য) প্রশিক্ষণে অংশ নেবে ঢাকার জাগো আর্ট সেন্টার, প্রশিক্ষক বেলায়েত হোসেন খান। ফাহিমা আহমেদ চৈতীর  পরিচালনায় নাচের ইশকুল প্রচারিত হয় ৯টা, দুপুর ১টা ৩০ মিনিট এবং রাত ৯টায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর