রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নায়িকারাও যখন আইটেম গানে

আলাউদ্দীন মাজিদ

নায়িকারাও যখন আইটেম গানে

চলচ্চিত্রের আইটেম গানে একসময় নিয়মিত পারফরম করতেন নাসরিন, ময়ূরী, পলি, মুনমুন, নদী, সাহারা, শায়লা, শাপলাসহ অনেকে। এরপর ঢাকাই ছবিতে আইটেম নাচ শুরু হলে তাতে বিপাশা কবির যুক্ত হন। পরবর্তীতে এই ধারায় আরও যুক্ত হন নায়লা নাইম, জ্যাকুলিন মিথিলা, কবির তিথি, স্ট্যানিং মিতু প্রমুখ। একসময় এদের পাশাপাশি প্রথম সারির অনেক অভিনেত্রীকেও আইটেম গানে  ঠোঁট বাঁকিয়ে কোমর দোলাতে দেখা গেছে। যেমন- পরীমণি (ডানাকাটা পরী), মাহি (ম্যাজিক মামনি), ববি (পার্টি, নটি গার্ল), তিশা (আমি বাংলার হিরো), নুসরাত ফারিয়া (ইয়ারা মেহেরবান), জয়া আহসান (পারলে ঠেকা), বিদ্যা সিনহা মিম (লাল লিপস্টিক, হেইলা দুইলা নাচ), প্রসূন আজাদ (ফুল ফুটেছে ওই বনে), জান্নাতুল পিয়া (এই মন কি যে চায়) কিংবা মৌসুমী হামিদসহ অনেকেই আইটেম গানে কোমর দুলিয়েছেন।

দেশীয় চলচ্চিত্রে আইটেম গানের ইতিহাস নতুন কিছু নয়। ষাটের দশকে এ দেশে চলচ্চিত্রের গোড়াপত্তন হলেও সত্তরের দশক থেকেই মূলত এই ধরনের গানের প্রচলন শুরু এখানকার চলচ্চিত্রে। ১৯৭২ সালে ‘বাঘা বাঙালী’ ছবিতে এ ধরনের নাচ প্রথম দেখা যায়। তখন এই নাচকে আইটেম নাচ বা গান বলা হতো না, বলা হতো ক্যাবার নৃত্য বা রঙ মহলের নাচ। নব্বই দশক পর্যন্ত অগণিত ছবিতে এ ধরনের গান ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু  বলিউডের অনুকরণে ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে নিয়মিতভাবে ঢাকাই চলচ্চিত্রে আইটেম গানের প্রচলন শুরু হয়। এ ছবিতে ‘প্রেম রসিয়া’ নামে একটি আইটেম গানে পারফরম করেন বিপাশা কবির। গানটির মাধ্যমে বেশ আবেদন ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে জনপ্রিয় চলচ্চিত্রকার সোহেল রানা বলেন, ‘দর্শক সিনেমা দেখেন বিনোদন নেওয়ার জন্য। সিনেমায় গল্পটাই আসল বিষয়। সাধারণত যাঁরা গল্পের দুর্বলতার জন্য দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পান না তাঁরাই সিনেমায় বিকল্প পন্থার অনুপ্রবেশ ঘটান। বর্তমানে আইটেম সং তেমনই একটা বিষয়। মূলত জাঁকালো নাচ-গান দিয়ে সিনেমাকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করার একটি নেতিবাচক কৌশল, যা কোনো মেধাবী নির্মাতার কাছেই কাম্য নয়।’ অভিনেত্রী শাবনূর বলেন, ‘একসময় এ ধরনের গানকে অশ্লীল গান হিসেবেই চিহ্নিত করা হতো। কিন্তু এখন শুনছি এগুলো নাকি আইটেম সং। ছবির গল্প ভালো থাকলে কখনই এ ধরনের গানের কোনো প্রয়োজন নেই। কিন্তু বর্তমান প্রজন্মের নির্মাতারা ছবির গল্পের দিকে মনোযোগ না দিয়ে এ ধরনের খোলামেলা গানের দিকেই বেশি বাজেট ও মনোযোগ দিয়ে থাকেন। এটি দুঃখজনক।’ দেশি চলচ্চিত্রে আইটেম গানে নাচ করার জন্য রয়েছেন কিছু আইটেম-কন্যা। এদের মধ্যে রয়েছেন- সিন্ডি রাউলিং, বিপাশা কবির, তিথি কবির, মিতু, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, শিরিন শীলা, দিপালী, তানিয়া রিতু, মিমো প্রমুখ। মুন্নী, শিলা, চামেলি, দেহ, রূপ, রস, দিল- এ রকম উত্তেজক হিন্দি-বাংলা শব্দ দিয়ে গাঁথা হচ্ছে এসব আইটেম গানের কথা। যার কারণে ঢাকাই ছবিতে আইটেম গান এখন রুচিহীনতার মহোৎসব ছাড়া কিছুই নয়। ঢাকাই ছবির আইটেম গানের কথা হচ্ছে এ রকম- ‘ওরে পাকনা চেয়ে দেখনা আমি আইসক্রিম, চাইলে পাবি আইলে খাবি দেখবি নাইস ড্রিম, আইসক্রিম খাব আমি মিষ্টি মিষ্টি করে, নাইস ড্রিম দেখব আমি দুষ্টু দুষ্টু করে’, কিংবা ‘আয় না দুজনে মিলে ওয়ান টু খেলি, মুন্নী শিলা নই আমি চামেলি’, অথবা ‘আমি দেখতে লালে লাল, রূপে গোল মরিচের ঝাল’ ও ‘ফুর্তি ফুর্তি আজ, ফুর্তি সারা রাত, বাকি সব যা কিছু, যাক গোল্লায় যাক, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি’। এসব আইটেম গানের প্রায় প্রতিটির সেট, শিল্পীর কস্টিউম, গানের কথা, কম্পোজিশন- সবই এক। ইংরেজি-হিন্দি-বাংলা শব্দের মিশেলে এমন এক কথার গান তৈরি হচ্ছে, যা গানের মাধুর্যতা নষ্ট করে প্রবল বাণিজ্যের সস্তা উপকরণে পরিণত হয়েছে। বলিউডের নায়িকা স্নেহা উল্লাল থেকে শুরু করে মার্কিন মুলুকের অধিবাসী সিন্ডি রোলিংয়ের মতো অনেকেই এসেছেন ঢাকাই ছবির আইটেম গানে। কিন্তু খুব একটা জমাতে পারেননি। এর কারণ গানে রুচিশীলতার অভাব। গত কয়েক বছরে মূল ধারার নায়িকাদের আবেদনময়ী উপস্থিতি রুচিহীন দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে। যেমন- ‘ম্যাজিক মামনি’ ছবি অগ্নি টু, এই গানটিতে প্রায় খোলামেলা পারফরম করেন মাহিয়া মাহি। ‘পান জর্দা’ ছবি অ্যাকশন জেসমিন, ২০১৫ সালের এই ছবির গানে পারফরম করেন ইয়ামিন হক ববি। ‘ডার্লিং ডার্লিং’ ছবি ভালোবাসা সীমাহীন। এই গানে দেখা মেলে পরীমণিকে। ‘ফুল ফুটেছে’ ছবি ইউটার্ন। এই ছবির গানে পারফরম করেছেন প্রসূন আজাদ। ‘আমি দিয়াশলাই’ ছবি অন্তরঙ্গ। গানটিতে এর নায়িকা আলিশা প্রধান নিজেই আবির্ভূত হন আইটেম গার্ল হিসেবে। ‘দিলে যেন চোট লেগেছে’ ছবি ইউটার্ন। র‌্যাম্প মডেল রুখসানা আলী হীরা এই আইটেম নাম্বারে মুখ দেখিয়েছেন। সচেতন চলচ্চিত্রবোদ্ধাদের প্রশ্ন- এ ধরনের অশ্লীল গানের জোয়ারে কেন প্রথম সারির অভিনেত্রীরা অংশ নিচ্ছেন? আমাদের চলচ্চিত্র এখন কোথায় যাচ্ছে?

সর্বশেষ খবর