মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

পারিবারিক গল্পে ফিরছে ধারাবাহিক নাটক

পারিবারিক গল্পে ফিরছে ধারাবাহিক নাটক

মা-বাবা-ভাই-বোন

সোনালি সময়ে নির্মিত হতো মন ভুলানো পারিবারিক গল্পের ধারাবাহিক। কিন্তু চ্যানেল আধিক্যের কারণে নাটক হারাতে বসেছিল গর্ব করা সেই ঐতিহ্য। তবে ইদানীং পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক তৈরি হচ্ছে। বিস্তারিত লিখেছেন - পান্থ আফজাল

টিভি নাটকের সোনালি সময়ে সাদা-কালো ন্যাশনাল প্যানাসনিকের ১৪ ইঞ্চি টিভির সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকা যেন নিত্যদিনের ব্যাপার ছিল সবার। ধারাবাহিক নাটক দেখতে বসলে মনে হতো নিজের জীবনে বা নিজেদের পরিবারে একই ঘটনাপ্রবাহ ঘটে চলছে। নাটক শেষ, তবুও মনে থেকে যেত রেশ। পারিবারিক গল্পের সেসব নাটক ও চরিত্রগুলোর নাম থাকত মানুষের মুখে মুখে। দর্শকরা মুখিয়ে থাকতেন সেই সব নাটক দেখতে। কিন্তু সময়ের পরিবর্তনে হারিয়ে গেছে সেই সব দিন। তখন সংশপ্তক, নন্দিত নরকে, অয়োময়, কোথাও কেউ নেই, আজ রবিবার, এইসব দিনরাত্রি, নক্ষত্রের রাত, জব্বার আলী নিয়ে নাটক, নিমফুল, সকাল-সন্ধ্যা, রূপনগরের পর বন্ধনের মতো অসাধারণ ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। আর সেই সব নাটকে তারকাদের চমৎকার আর মুগ্ধ করা অভিনয় নূতন মাত্রা যোগ করেছে। মা-বাবা, ভাই-বোন, ভাবি-দুলাভাই, দাদা-দাদি, নানা-নানিসহ পরিবারের প্রায় সব সদস্যকে কেন্দ্র করেই নাটকের গল্প আবর্তিত হতো। মূলত পারিবারিক গল্পের কারণেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকগুলো। আর্কাইভ থেকে এই নাটকগুলো পুনঃপ্রচার করলে এখনো দর্শক আনন্দের সঙ্গে সেগুলো উপভোগ করছে। কিন্তু চ্যানেল বাড়ার সঙ্গে সঙ্গে সোনালি সময় হারায় টিভি নাটকের ঐতিহ্য। দর্শক নাটক থেকে মুখ ফিরিয়ে আগ্রহী হয়ে পড়েন বিদেশি চ্যানেলের ভিন দেশি সিরিয়ালে। এরপর দেশীয় চ্যানেলগুলোও প্রচারে আনে বিদেশি সিরিয়াল। পারিবারিক গল্পের কারণেই জনপ্রিয় হয়ে ওঠে এসব সিরিয়াল। তবে পারিবারিক গল্পের আগ্রহীর দরুন দেশীয় টিভি চ্যানেল কর্তৃপক্ষও উদ্যোগ নেয় পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক নির্মাণের। ফলে বেশ কয়েকটি পারিবারিক ধারাবাহিক প্রচারে আসে। আবার কোনো নাটকের সিক্যুয়ালও তৈরি করা হচ্ছে এখন। এ সময় কিছু নির্মাতা ও অভিনয়শিল্পী পারিবারিক গল্পের নাটকে আগ্রহী হচ্ছেন। পারিবারিক গল্পনির্ভর এই সব নাটকের নামকরণ হচ্ছে পরিবার নিয়ে। এনটিভিতে সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ধারাবাহিক ‘জয়েন্ট ফ্যামিলি’। অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আবদুল্লাহ রানা, সুষমা সরকার, নাফিজা মেঘলা, শাহেদ আলী সুজন প্রমুখ। একই চ্যানেলে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘মা-বাবা-ভাই-বোন’। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘মা-বাবা-ভাই-বোন’কে নিয়ে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, শবনম ফারিয়া, তামিম মৃধা, আবু হুরায়রা তানভীর, তাসনুভা তিশা, শম্পা রেজা, নিশাত প্রিয়ম, সাজু খাদেম প্রমুখ। বাঙালি পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প নিয়ে নির্মিত হয়েছে মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’। ধারাবাহিকের মধ্যে আরও রয়েছে- ‘ফ্যামিলি ফ্যান্টাসি’, ‘ফ্যামিলি প্রবলেম’, ‘ফ্রেন্ডস ফ্যামিলি’, ‘পরিবার : দ্য ফ্যামিলি’, ‘হইচই পরিবার’, ‘শান্তিমলম দশ টাকা’, ‘আরশিনগর’, ‘মান-অভিমান’, ‘মাশরাফি জুনিয়র’, ‘বউ দৌড়’, ‘গুলশান এভিনিউ টু’, ‘আমাদের বাড়ি’, ‘ষন্ডা পান্ডা’ প্রভৃতি। এদিকে দর্শকের মাঝে ভিনদেশি সিরিয়ালের পারিবারিক গল্পের আগ্রহের কারণে দেশীয় টিভি চ্যানেল দীপ্ত প্রচারের উদ্যোগ নেয় তুর্কি ধারাবাহিকের। তবে এই চ্যানেলে দেশীয় সিরিয়াল ‘মান-অভিমান’ প্রচারের পর ব্যাপক সাড়া পায়। মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এটি। আশিস রায়-জাহিদুল ইসলাম জাহিদ নির্দেশিত নাটকে অভিনয় করেছেন- তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক, টুনটুনি সোবহান, শাহ আল দুলাল প্রমুখ। দীপ্ত টিভিতে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’ প্রচারিত হচ্ছে। সাজ্জাদ সুমনের ‘মাশরাফি জুনিয়র’ এবং ধারাবাহিক ‘বকুলপুর সিজন ২’ও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এদিকে যৌথ পরিবারের গল্প নিয়ে মোস্তফা কামাল রাজ ‘ফ্যামিলি ক্রাইসিস’র পর নির্মাণ করেছেন ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’। এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে রাশেদা সাজ্জাদ লাজুকের ‘পরিবার’। একই চ্যানেলে প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চলছে মাসুম রেজার রচনায় ও সকাল আহমেদের নির্মাণে ‘সাদাসিধে ছোটভাই’। বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ‘জমিদারবাড়ি’। টিপু আলমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। বাংলাভিশনে সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ‘বউ দৌড়’। একই চ্যানেলে বুধ থেকে রবিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নিমা রহমানের ‘গুলশান এভিনিউ-২’। পারিবারিক গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নাসির উদ্দিন মাসুদের ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্রবলেম’। জনপ্রিয় নাট্যনির্মাতা সালাউদ্দিন লাভলু চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ‘ষন্ডা পান্ডা’ নামের একটি মেগা ধারাবাহিক। অন্যদিকে আরটিভিতে প্রচার হচ্ছে হিমু আকরামের ‘শান্তিমলম দশ টাকা’। একই চ্যানেলে শুরু হয়েছে ‘আরশিনগর’। তারকাবহুল নতুন ধারাবাহিক ‘হইচই পরিবার’। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে শুধু চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে। আরটিভিতে প্রচার হচ্ছে পারিবারিক গল্প নিয়ে ধারাবাহিক ‘উল্টো পথে উল্টে রথে’। রচনা মানস পাল ও পরিচালনায় ফজলুর রহমান।

সর্বশেষ খবর