বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

বলি নগরী কি ফের ‘খানদানি’ সাম্রাজ্য?

আলাউদ্দীন মাজিদ

বলি নগরী কি ফের ‘খানদানি’ সাম্রাজ্য?

শাহরুখ খান, সালমান খান ও আমির খান

বলিউড মানেই তিন খানের রাজত্ব। অন্তত কয়েক দশক ধরে এমন চিত্রই স্পষ্ট। সালমান, শাহরুখ আর আমির খানের অভেদ্য দুর্গে হানা দেয় এমন সাধ্য কার আছে? অন্য বছরগুলোতে আলাদাভাবে তিন খানের ছবি রুপালি পর্দায় উঠলেও এবার ঘটছে চমকপ্রদ ঘটনা। সারা বছরই বলিপাড়া থাকছে তিন খানের দখলে। মানে তিনজনের পৃথক তিনটি ছবি সিনেমা হলের পর্দায় আলো জ্বালাবে। তাঁদের তিন ছবি হলো শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার থ্রি’ এবং আমির খানের ‘লাল সিং চাড্ডা’।

চলতি বছরজুড়ে মুক্তির অপেক্ষায় একাধিক বড় বাজেটের এবং বহু প্রতীক্ষিত ছবি রয়েছে। করোনার দাপট কমার লক্ষণ দেখেই ছবি মুক্তির তোড়জোড়ও শুরু হয়েছে জোর কদমে। আর তাতেই ফের সরগরম বলিউড। এ বছরটা কি ফের চলে যাবে তিন খানের দখলেই? বলি দুনিয়ায় আপাতত এগুলোই এখন কোটি টাকার প্রশ্ন। প্রায় তিন দশক ধরে বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তিন খান। শাহরুখ, আমির এবং সালমান। তাঁরাই বরাবর কোটি ক্লাবের সদস্য। আর সালতামামির খাতায় গোটা বছরটাই খানদের দখলে। কিন্তু সব সময় এক খাতে বয়ে যায় না। তিন বলি খানের তিন ছবি ঘিরেই এখন অধীর আগ্রহ দর্শকদের। একে কিং খানের ছবি ‘পাঠান’ ঘিরে। আমিরের ছবিতে এমনই বুঁদ হয়ে থাকেন দর্শক। তার ওপরে শোনা যাচ্ছে, ‘লাল সিং চড্ডা’য় রীতিমতো আটঘাট বেঁধেই নামছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর সালমানের ‘টাইগার থ্রি’র অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন তাঁর অজস্র ভক্ত। সবমিলিয়ে বছর শুরুতেই তিন খানের বাজার গরম। আর এক বিশেষজ্ঞ অতুল মোহন মনে করিয়ে দিচ্ছেন তিন খানের আগামী তিনটি ছবি ঘিরে ইতোমধ্যেই বাড়তে থাকা উন্মাদনার কথা। তাঁর বক্তব্য, ‘লাল সিং চড্ডা’র সাফল্য নিয়ে ইতোমধ্যেই বেশ খানিকটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলি পাড়ায়। ‘পাঠান’-এ বলিউডের বাদশার পাশাপাশি জন আবরাহাম বা দীপিকা পাড়ুকোনের উপস্থিতি অনেকটাই দর্শক টানার কথা। আর ‘টাইগার থ্রি’কে তো কবেই সফল ছবির তালিকায় দেখতে পাওয়া শুরু করে দিয়েছেন সালমানভক্তরা। ফলে বিগ বাজেটের ছবির জৌলুস আর ইতোমধ্যেই তৈরি হওয়া আগ্রহে ভর করে এ বছরটা খানদেরই বলে দাবি করছেন অতুল। বিশ্লেষণ যা-ই বলুক, বাস্তবে কোনদিকে হাঁটবে ২০২২-এর বলিউড? বলি নগরী কি ফের ‘খান’দানি সাম্রাজ্য?  সে হিসাব মেলাতেই ছবি মুক্তির দিকে তাকিয়ে গোটা বলি পাড়া। এ ছাড়া এ বছর আরও মুক্তি পেতে পারে দক্ষিণী অভিনেতা যশ অভিনীত কেজিএফ-২, জুনিয়র এনটিআর ও রামচরণের আরআরআর, অক্ষয় কুমারের বচ্চন পাণ্ডে, টাইগার শ্রফের ‘হিরো পান্থি ২’, জন আবরাহাম ‘এক ভিলেন ২’, বরুণ ধাওয়ানের ভেদিয়া, প্রভাসের ‘রাধেশ্যাম’সহ আরও অনেক ছবি।

সর্বশেষ খবর