মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

ওয়েব সিরিজে সাবিলা

শোবিজ প্রতিবেদক

ওয়েব সিরিজে সাবিলা

‘লাল মোরগের ঝুঁটি’র পর ওয়েব সিরিজ বানাচ্ছেন ‘ডুবসাঁতার’খ্যাত নির্মাতা নূরুল আলম আতিক। সিরিজটির নাম ‘আষাঢ়ে গল্প’। পাঁচটি ভিন্ন গল্প নিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি। সিরিজের পাঁচ গল্পের একটি ‘মাছে ভাতে বাঙালি’। যেখানে প্রথমবারের মতো আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর। এর আগে আসাদুজ্জামান নূরের বাসায় হাজির হয়েছিলেন সিরিজটির নির্মাতা আতিক, অভিনেত্রী সাবিলা নূর, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সংশ্লিষ্ট কয়েকজন। আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘পাঁচটি গল্পের মধ্যে এরই মধ্যে তিনটির শুটিং শেষ। বাকি দুটি গল্পের শুটিং হবে শিগগিরই। যেহেতু ভিন্ন ভিন্ন গল্প, তাই প্রতিটি গল্পের অভিনয়শিল্পীও ভিন্ন। ‘মাছে ভাতে বাঙালি’র পর ‘আষাঢ়ে গল্প’ ওয়েব সিরিজের ‘কাঠুরে’ নামের গল্পে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণ ও দোয়েল ম্যাশকে। ‘তাবিজ’ গল্পে নাজিফা তুষি ও খায়রুল বাসার, ‘মায়াদীঘি’ গল্পে আহমেদ রুবেল, অর্চিতা স্পর্শিয়া ও সুষমা সরকার,  ‘কক্ষমিত্র’ গল্পে নাদিয়া আফরিন মিম, সেমন্তী সৌমী ও নিশাত প্রিয়ম। জানা গেছে, ‘আষাঢ়ে গল্প’ ওয়েব সিরিজটি প্রচার হবে বায়োস্কোপে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর