শিরোনাম
মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

খুশির পিকচারম্যান চঞ্চল

শোবিজ প্রতিবেদক

খুশির পিকচারম্যান চঞ্চল

ঈদুল ফিতরের সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করতে দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি বেশ কয়েক দিন ধরে কক্সবাজারে রয়েছেন। ভিন্ন গল্পের এই সাত পর্বের ধারাবাহিকটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব। এটি রচনা করেছেন দর্শকপ্রিয় রচয়িতা বৃন্দাবন দাস। নির্বাহী প্রযোজক খোকন কুমার রায়। জানা যায়, এটিতে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গ্রাম থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে আসা একজন পিকচারম্যান (ফটোগ্রাফার) চরিত্রে। সমুদ্রসৈকতে আসা কাপলের ছবি তুলেন। হঠাৎ করে এক দিন সমুদ্রসৈকতে দেখা হয়ে যায় দীর্ঘদিনের ভালোবাসার মানুষ শাহনাজ খুশির সঙ্গে। তবে একা নন, সঙ্গে রয়েছে তাঁর একমাত্র ছেলে শায়ান। রোমান্টিক গল্পের এই ধারাবাহিকটির কাহিনি এরপর বিভিন্ন দিকে মোড় নেয়। চঞ্চল চৌধুরী বলেন, ‘গল্পটির মধ্যে ভিন্নতা রয়েছে। আশা করছি, ভালো একটি কাজ হবে।’ অন্যদিকে শাহনাজ খুশি বলেন, ‘এর আগে কক্সবাজার এলেও শুটিংয়ের জন্য প্রথমবার আসা। নিয়াজ যেমন চিত্রগ্রাহক হিসেবে ভালো, তেমনি নির্মাতা হিসেবেও চমৎকার। আশা করছি, এমন সুন্দর গল্পের ভালো একটি কাজ হবে।’ আরও অভিনয়ে আজাদ আবুল কালাম, ফারহানা মিলি, নূর এ আলম নয়ন, জাহাঙ্গীর আলম, রিমি করিম, রেজওয়ান, রিয়া, শায়ান মাহবুব ও নিয়াজ মাহবুব। এটি ঈদ উৎসবে মাছরাঙা টিভিতে প্রচার হবে।

 

সর্বশেষ খবর