মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

জমজমাট অস্কার আসর

জমজমাট অস্কার আসর

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। রবিবার ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কারের ৯৪তম আসর। নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে বিশাল এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে। বিস্তারিত লিখেছেন - পান্থ আফজাল

২৩টি শাখায় পুরস্কার প্রদান

২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়েছে এবারের একাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে। আটটি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করেন জশ ব্রোলিন ও জেসন মোমোয়া।

 

সঞ্চালনায় তিন নারী

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালকের দায়িত্বে ছিলেন তিন নারী।

 

দীর্ঘ ৩৫ বছর পর

দীর্ঘ ৩৫ বছর পর এবার এক আসরে তিনজন সঞ্চালক পেল অস্কার। ১৯৮৭ সালে অস্কার সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান শেভি চেজ, অভিনেত্রী গোল্ডি হাউন ও অভিনেতা পল হগ্যান।

 

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জাপানের

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছে জাপানের ‘ড্রাইভ মাই কার’। পরিচালনায় রিয়ুসুকে হামাগুচি।

 

সেরা অভিনেতা উইল স্মিথ

সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। ‘কিং রিচার্ড’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। জ্যাচ বেলিনের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন রেইনাল্ডো মার্কাস গ্রিন। সিনেমাটি মূলত নির্মিত হয়েছিল রিচার্ড উইলিয়ামসের বায়োপিক নিয়ে। তিনি ছিলেন খ্যাতিমান টেনিস খেলোয়াড় ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা।

 

সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন

অস্কারে সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার পেয়েছেন জেসিকা চ্যাস্টেইন। ‘দ্য আইস অব টেমি ফেই’ ছবিতে খ্রিস্টান ধর্মের প্রচারণা করা টিভি ব্যক্তিত্ব টেমি ফেই বাকারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অ্যান্থনি হপকিন্স।

 

পুরস্কৃত সমকামী অভিনেত্রী

এই একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রী শাখার পুরস্কার পেয়েছেন আরিয়ানা ডিবোস। নিজেকে প্রকাশ্যে সমকামী পরিচয় দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়লেন আরিয়ানা ডিবোস। স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ অভিনয় করেছেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ড্যানিয়েল কালুইয়া।

 

সেরা বধির তারকা

অস্কারে সেরা পার্শ্বঅভিনেতা শাখায় পুরস্কার পেয়েছেন আমেরিকান তারকা ট্রয় কটসার। তিনি অস্কারজয়ী দ্বিতীয় বধির অভিনয়শিল্পী। শন হেডার ‘কোডা’তে বধির বাবার ভূমিকায় হৃদয়ছোঁয়া অভিনয়ের সুবাদে অস্কারের ভোটারদের মন জয় করেছেন ট্রয় কটসার।

 

সেরা পরিচালক আবারও নারী

সেরা পরিচালক শাখায় পুরস্কার জিতলেন জেন ক্যাম্পিয়ন ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য।

 


ঘটন-অঘটন

চড় মেরে মঞ্চে অঝোরে কান্না : ২০২২-এর মঞ্চে ধুন্ধুমার কান্ড! মঞ্চেই কমেডিয়ানকে চড় মারলেন অভিনেতা উইল স্মিথ। কিন্তু ৯৪তম একাডেমি পুরস্কারের মঞ্চে কেন এমনটা করলেন ‘মেন ইন ব্ল্যাক’খ্যাত অভিনেতা? জানা গেছে, কমেডিয়ান ক্রিস রক উইল স্মিথের স্ত্রীর প্রসঙ্গ টেনে ঠাট্টা করছিলেন। যা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এরপরই ক্ষুব্ধ উইল স্মিথ সজোরে থাপ্পড় মারেন কমেডিয়ানকে। তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘একদম আমার স্ত্রীর নাম তোমার মুখে আনবে না।’ স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে সঞ্চালককে বলতে শোনা যায়, ‘আমি জি আই জেন-এর সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছি।’ দর্শকাসনে বসা উইলের স্ত্রী জাডা পিঙ্কেট বিষয়টি ভালোভাবে নেননি। খানিক অস্বস্তিবোধ করতে দেখা যায় তাঁকে। আর এতেই চটে যান স্বামী স্মিথ।

অস্কারের মঞ্চে ফ্যাশনের জাদু : চোখ ধাঁধানো রাতে কোন সেলেব ফ্যাশনের জাদু চালালেন? কার পোশাক সেভাবে দাগ কাটল? জেন্ডেয়া সেজেছিলেন মাইসন ভেলেন্টিনোর পোশাকে। নিকোল কিডম্যান হাল্কা নীলে সেজেছিলেন আর্মনাই প্রাইভ গাউনে। জেনিফার গার্নার ব্রান্ডন ম্যাক্সওয়েল ড্রেসে। পরেছিলেন লাল গাউন। মেগান থি পরেছিলেন গৌরব গুপ্তার সেক্সি স্লিনকি গাউন। ক্রিস্টেন ডানসট ক্রিস্টিয়ান ল্যাকরোইক্সের তৈরি রাফলড ড্রেস পরেছিলেন। গুচির স্পার্কি গাউন পরে নিজেকে সামনে আনেন জেসিকা চ্যাস্টন। অন্যদিকে গুচির প্লিটেড পিঙ্ক ড্রেস পরেন সেরেনা উইলিয়ামস। মাইকেল করসের শিমারি সেক্সি গাউন পরে ভেনেসা হাডজেন সবার নজর কাড়েন।

৯০০ ফুট দীর্ঘ লাল গালিচা : মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লাল গালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে এই জমকালো মহাযজ্ঞ। এ ছাড়াও ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে উপভোগ করা গেছে গোটা আয়োজন।

 


এক নজরে সেরা

সেরা চলচ্চিত্র কোডা, সেরা অভিনেতা উইল স্মিথ, সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন, সেরা পার্শ্বঅভিনেতা ট্রয় কটসার, সেরা পার্শ্বঅভিনেত্রী আরিয়ানা ডিবোস, সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন, সেরা মৌলিক চিত্রনাট্য বেলফাস্ট, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য কোডা, সেরা চিত্রগ্রহণ ডুন, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ড্রাইভ মাই কার, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র এনক্যান্টো, সেরা প্রামাণ্যচিত্র সামার অব সৌল, সেরা পোশাক পরিকল্পনা ক্রুয়েলা, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস ডুন, সেরা মৌলিক গান নো টাইম টু ডাই, সেরা মৌলিক আবহ সংগীত ডুন, সেরা শিল্প নির্দেশনা প্যাট্রিস ভেরমেট, সুজানা সিপোস), সেরা শব্দ ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল ও রন বার্টলেট, সেরা রূপসজ্জা ও চুলসজ্জা লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন র‌্যালে), সেরা চলচ্চিত্র সম্পাদনা জো ওয়াকার, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লং গুডবাই, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র দ্য কুইন অব বাস্কেটবল, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। অন্যদিকে সম্মানসূচক অস্কার পেয়েছেন আমেরিকান অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন, অভিনেত্রী-নির্মাতা এলায়েন মে, নরওয়ের অভিনেত্রী-নির্মাতা লিভ আলম্যান, জিন হার্শোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এবং আমেরিকান অভিনেতা ড্যানি গ্লোভার।

 


রেড কার্পেট উজ্জ্বল ইউক্রেনীয় পতাকার রঙে...

অনুষ্ঠানের পরতে পরতে ওঠে এসেছে সাম্প্রতিককালে ঘটতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা। অজস্র তারকাকে দেখা যায় বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিতে। কেউ পরেছেন ইউক্রেনের ফ্লাগের ব্যাজ। কারও পোশাকে চকচক করছে নীল রিবন। এভাবেই একগুচ্ছ তারকা অস্কার ২০২২-এর রেড কার্পেটে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেসন মোমোয়া, জেমি লি কার্টিস, জো ওয়াকার, নিকোল কিডম্যান, জেসিকা চেস্টেন প্রমুখ ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন তাঁদের সাজপোশাক দিয়ে। অস্কারের রেড কার্পেটকেই নিজেদের কণ্ঠে তোলার স্থান হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। এ সময় উপস্থিত সবাই সমস্বরে কণ্ঠে তোলেন, ‘স্ট্যান্ড উইথ ইউক্রেন’। সম্প্রতি রাশিয়ার আগ্রাসনে ক্ষতবিক্ষত হয়েছে ইউক্রেন। সেখানে অগণিত নিরীহ মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। সারা বিশ্বে এ নিয়ে তীব্র নিন্দা চললেও রাশিয়ার আগ্রাসী যেন থামছেই না। তাই এ আসরকেই যেন সবাই বেছে নিলেন প্রতিবাদের প্ল্যাটফরম হিসেবে।


 

৯৪তম অস্কারের মর্যাদাসম্পন্ন সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে ওটিটি প্ল্যাটফরম অ্যাপল টিভি প্লাসের ‘কোডা’। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেল প্রথমবার কোনো ওটিটি প্ল্যাটফরমের ছবি। এই আসরে ছবিটির নির্মাতাদের হাতে আকাক্সিক্ষত ট্রফি তুলে দিয়েছেন গায়িকা-অভিনেত্রী লেডি গাগা ও লিজা মিনেলি। এরপর চলে সবার ফটোসেশন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর