বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

পারিবারিক গল্পে প্রসূনের ‘জিরো পয়েন্ট’

শোবিজ প্রতিবেদক

পারিবারিক গল্পে প্রসূনের ‘জিরো পয়েন্ট’

‘সুতপার ঠিকানা’খ্যাত নির্মাতা প্রসূন রহমান জন্মভূমি ও ঢাকা ড্রিম চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র ‘ফেরা’, ‘নদী ও নির্মাতা’, ‘এই পুরাতন আখরগুলি’ দিয়ে দর্শক নজর কেড়েছেন। এরই মধ্যে তিনি সত্যজিৎ রায়কে উৎসর্গ করে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন প্রামাণ্যচিত্র ‘মার্চ টু ডিসেম্বর’ নির্মাণে। নতুন খবর হচ্ছে- একটি ওয়েব ফিল্ম নির্মাণে ব্যস্ত রয়েছেন এই নির্মাতা। এটি লিখেছেনও প্রসূন। নাম ‘জিরো পয়েন্ট’। বেঙ্গল মাল্টিমিডিয়া লি.র প্রযোজনায় নির্মিত এটির নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রাকিব। টিম ‘ইমেশন ক্রিয়েটর’র নির্মাণে এটিতে প্রযোজনা সমন্বয়ক হিসেবে রয়েছেন সুজন আহমেদ। আরটিভি প্লাসের জন্য নির্মিত পারিবারিক গল্পের এই ওয়েব ফিল্মে আরশ খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মা সাবেরী আলম, দাদি দিলারা জামান, প্রেমিকা নীলাঞ্জনা নীলা, বোন সামিরা খান মাহি। খায়রুল বাসারের মা চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার। আরও রয়েছেন শাহরিয়ার সজীব এবং একটি বিশেষ চরিত্রে সুষমা সরকার।

সর্বশেষ খবর