বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

আর্কাইভে আকবরের স্ক্রিপ্ট

শোবিজ প্রতিবেদক

আর্কাইভে আকবরের স্ক্রিপ্ট

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর তাঁর নির্মিত ছবির ৬১টি স্ক্রিপ্ট বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য জমা দিয়েছেন। দীর্ঘ প্রায় পাঁচ দশকে নিজের প্রযোজনা ও পরিচালনায় অর্ধ শতাধিকেরও বেশি সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই খ্যাতিমান নির্মাতা। এসব ছবির স্ক্রিপ্ট এতদিন ছিল তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাটে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলম সোহাগ দীর্ঘদিন ধরে এই নির্মাতাকে তাঁর বিখ্যাত ছবির স্ক্রিপ্টগুলো আর্কাইভে সংরক্ষণের জন্য জমা দিতে অনুরোধ জানিয়ে আসার পরিপ্রেক্ষিতে গত সোমবার নির্মাতা আকবর সেগুলো ফিল্ম আর্কাইভ কার্যালয়ে নিয়ে আসেন। মনতাজুর রহমান আকবর বলেন, আমার দর্শকপ্রিয় ছবির স্ক্রিপ্টগুলো এখন থেকে এই আর্কাইভে সংরক্ষিত থাকবে এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতাদের ছবি নির্মাণে কাজে লাগেবে বলে আমার বিশ্বাস। এগুলো এখন রাষ্ট্রীয় সম্পত্তি।

সর্বশেষ খবর