শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

সিনেমা হলের উন্নয়নে ঋণ...

শোবিজ প্রতিবেদক

সিনেমা হলের উন্নয়নে অবশেষে সরকারি ঋণের জন্য আবেদন করেছেন সিনেমা হল মালিকরা। গতকাল চলচ্চিত্র প্রদর্শক সমিতি ঋণের জন্য রূপালী ব্যাংকে আবেদন জমা দেয়। প্রদর্শক সমিতি জানায় প্রথম ধাপে মোট ৫২টি সিনেমা হলের জন্য ঋণের আবেদন করা হলো। এতে ২০টি নতুন সিনেমা হল নির্মাণ ও ৩২টির সংস্কারের জন্য ঋণ চাওয়া হয়েছে। স্বল্প সুদে দীর্ঘমেয়াদে পরিশোধের শর্তে সিনেমা হল উন্নয়নে এই ঋণ দেওয়া হচ্ছে। গত বছরের ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হলের জন্য এ তহবিল গঠনের ঘোষণা দেন। এর আগে ২০২০ সালের আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সিনেমা হলের জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর