বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কাল বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’

শোবিজ প্রতিবেদকি

কাল বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’

নাট্যদল ‘বাতিঘর’ তাদের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’ নিয়ে আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে দর্শকের মুখোমুখি হতে চলেছে। জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লির ‘ইনহেরিট দ্য উইন্ড হল’-এর গল্প অবলম্বনে এই নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল। গত বছরের ৩১ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনীর পর শুক্রবার ‘মাংকি ট্রায়াল’-এর তৃতীয় প্রদর্শনী হবে। নাটকটি মূলত ১৯২৫ সালে আমেরিকার ‘স্কোপস মাংকি ট্রায়াল’ ঘটনা অবলম্বনে নির্মিত। আমেরিকার টেনেসির হিলসবোরো শহরের একটি পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক ছাত্রদের ঈশ্বরবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে।

সর্বশেষ খবর