রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঈদ প্রস্তুতিতে মুখর নাটকপাড়া

ঈদ উপলক্ষে জমজমাট নাটকপাড়া। বিভিন্ন লোকেশনে চলছে টিভি নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক ও ওয়েব কনটেন্ট নির্মাণের হিড়িক। মুখরিত এই নাট্যপাড়ার খবর জানাচ্ছেন- পান্থ আফজাল

ঈদ প্রস্তুতিতে মুখর নাটকপাড়া

ঈদ উৎসবকে কেন্দ্র করে নাটক নির্মাণের ব্যস্ততা চলছে। শেষ রাত অবধি চলবে নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, ওয়েব কনটেন্ট নির্মাণ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করে শুটিং চলছে বিভিন্ন হাউসে। কেউ কেউ আউটডোরেও শুটিং করছেন। শুধু টিভি চ্যানেলের জন্য নয়; বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফরম ও ইউটিউব চ্যানেলের জন্যও। একক নাটকের পাশাপাশি বিভিন্ন হাউসে ও স্পটে টিভি চ্যানেলের জন্য সাত পর্বের সিরিয়ালের কাজও চলছে। প্রথম সারির তারকা ছাড়াও নবীন ও প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পীরা ব্যস্ত সময় পাড় করছেন এখন। থেমে নেই বিভিন্ন শুটিং হাউসের ব্যস্ততা। উত্তরার বিভিন্ন শুটিং হাউসে চলছে নাটকের শুটিং। আপনঘর ১, ২, লাবণী, হিমনীড়, মন্দিরাসহ উত্তরার সব শুটিং হাউসে চলছে শুটিং। পুরান ঢাকা, পুবাইল, দিয়াবাড়িসহ রাজধানীর বাইরে কক্সবাজারেও চলছে শুটিং। তবে এবার অনেক আগেভাগেই একক নাটক ও ধারাবাহিকের কাজ শেষ হচ্ছে বলে জানা যায়। কোনো কোনোটা রয়েছে সম্পাদনার টেবিলে। এদিকে এই ঈদেও আগের বেশ কিছু নাটক প্রচার হবে। টিভি অনুষ্ঠান বিভাগ, অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, ওটিটি ও ইউটিউব-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা পুরোদমে নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। বেশির ভাগ নির্মিত হয়েছে, আরও কিছুর শুটিং পরিকল্পনা চলছে। বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গের বব (বেজড অন বুক) সিজন-২-এ জনপ্রিয় বই থেকে গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম নির্মিত হচ্ছে। এর মধ্যে রয়েছে নূর ইমরান মিঠুর ‘অলৌকিক বিকেলের গল্প’, ভিকি জাহেদের ‘প্রায়শ্চিত্র’, চয়নিকা চৌধুরীর ‘সুরভী’, শিহাব শাহিনের ‘হাফচান্স’, ইমরাউল রাফাতের ‘ফ্রিল্যান্সার নাদিয়া’সহ আরও দুটি। তবে চমক হচ্ছে, সুবর্ণা মুস্তাফা ও শম্পা রেজার সঙ্গে চিত্রনায়িকা ববির ‘সুরভী’তে অভিনয়! আর ‘গার্লস স্কোয়ার্ড সিজন টু’ তো আসছেই।’ আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানান, ‘আট দিনের ঈদ আয়োজনে এবার আরটিভিতে ৩০টি একক নাটক ও সাত পর্বের দুটি ধারাবাহিক প্রচার হবে। যেখানে চঞ্চল, মোশাররফ করিম, আফরান নিশো, মেহজাবীন থেকে শুরু করে নবীন তারকার সমাবেশ থাকছে।’ আলফা আইয়ের কর্ণধার ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘এবার প্রচুর কনটেন্ট নির্মাণ হচ্ছে আলফা আই থেকে। তাহসানকে নিয়ে পাঁচটি, মিমকে নিয়ে তিনটি অপূর্বকে নিয়ে তিন-চারটি কাজ করছি। সাবিলা, মিথিলাও কিছু কাজ করেছেন। অংশু, বান্নাহ কয়েকটি নতুন কাজ নিয়ে আসছেন। অন্যদিকে বান্নাহর তত্ত্বাবধানে ২১টি শর্টফিল্ম নির্মিত হচ্ছে।’ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু জানান, ‘ঈদে ১৫ থেকে ১৮টি একক নাটক নির্মিত হয়েছে। সবকটির শুটিং প্রায় শেষ। দেশের সব তারকাই এসব প্রজেক্টে কাজ করেছেন।’ এদিকে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ জানান, ‘আট দিনের ঈদ আয়োজনে মোট ৩৫টি একক নাটক, দুটি ধারাবাহিক ও সাতটি টেলিফিল্ম নির্মাণ করেছে বাংলাভিশন।’ নাগরিক টিভির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাহবুব হাসান জ্যোতি জানান, ‘ঈদের আয়োজনে সাতটি একক, সাত পর্বের চারটি ধারাবাহিক নির্মিত হচ্ছে। এগুলোতে দেশের নতুন-পুরনো অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। একক নাটকে অপূর্ব-তাসনিয়া ফারিণের ‘লাভ অ্যান্ড ওয়ার’, সজল-মমর ‘ভালোবাসার দুশমন’, মেহজাবীন-মারজুকের ‘এ সেপারেশন’সহ ‘যে কথা হয়নি বলা’, ‘লালটিপ’, ‘তুমি আছ অন্তরে’, ‘সিকিউরিটি গার্ল’। এনটিভির সহকারী ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) পাভেল ইসলাম বলেন, ‘সাত দিনের ঈদের আয়োজনে এবার ২১টি একক নাটক ও একটি সাত পর্বের ধারাবাহিক প্রস্তুত রয়েছে।’ অন্যদিকে দুরন্তটিভির সহযোগী প্রযোজক দিগন্ত বাহার বলেন, ‘এই ঈদে  তোফায়েল সরকারের পাঁচ পর্বের ‘হৈ হৈ হল্লা’ ও যুবরাজ খানের ‘দুয়ে দুয়ে চার’ প্রচার হবে।’ এদিকে বিটিভি, দীপ্তটিভি, বৈশাখী, দেশটিভি, চ্যানেল আই, মাছরাঙার যোগাযোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে নিজস্ব নির্মাণে বেশ কিছু প্রজেক্ট নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তাঁরা। এসব ছাড়াও বাকি চ্যানেল ঈদের জন্য বেশ কিছু একক নাটক ও ধারাবাহিক নির্মাণ করছে বলে জানা যায়। গত কয়েক বছরে টিভি চ্যানেলের পাশাপাশি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম হইচই, চরকি, বঙ্গবিডি, জি ফাইভসহ অন্যরা ওয়েব কনটেন্ট নিয়ে ঈদে হাজির হয়েছিল। এবারও তার ব্যতিক্রম নয়। ওটিটির পাশাপাশি সিএমভি, ঈগল মিউজিক, জি সিরিজ, মোশররফ এন্টারটেইনমেন্ট, সিডি চয়েজ তাদের ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট বানাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। প্রতি ঈদে বিভিন্ন অনলাইন প্ল্যাটফরম ও টেলিভিশনে ৬০০ থেকে ৭০০ নাটকের চাহিদা থাকে। বছরজুড়ে নাটকগুলো তৈরি হলেও ৮০ শতাংশ নাটক নির্মাণ করা হয় ঈদের ঠিক আগের তিন মাসে। এবার ঈদ আয়োজন তালিকার জায়গায় স্থান করে নিতে ব্যতিব্যস্ত টিভি নির্মাতা, অডিও প্রযোজনা সংস্থা, টিভি চ্যানেল কর্তৃপক্ষ, নবীন-প্রবীণ অভিনয়শিল্পী থেকে শুরু করে সব কলাকুশলী।

সর্বশেষ খবর