বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঈদে টিভি পর্দায় সিনেমা

ঈদে টিভি পর্দায় সিনেমা

এবারের ঈদে জমকালো আয়োজন থাকছে বিভিন্ন চ্যানেলে।  ঈদের ছুটি ও ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে ছোট পর্দায় সপ্তাহব্যাপী আয়োজন থাকছে। এর মধ্যে ঈদের বাড়তি পাওনা হিসেবে রয়েছে টিভি পর্দায় খ্যাতনামা চিত্রতারকার অভিনীত সিনেমার প্রদর্শনী। সেসব নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

প্রতিবারের মতো এই ঈদুল ফিতরেও সপ্তাহব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের বিভিন্ন টিভি চ্যানেল। এই অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও চিত্রতারকাদের অভিনয়ে চলচ্চিত্রের প্রিমিয়ার। বেশ কিছু নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি তারকানির্ভর পুরনো চলচ্চিত্রও দেখানো হবে।

বড় পর্দার পর সানী সানোয়ার-ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’ ও মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ এবারের ঈদুল ফিতরে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্তটিভির পর্দায়। ‘মিশন এক্সট্রিম’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ। অন্যদিকে মীর সাব্বির ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘রাত জাগা ফুল’। দীপ্তটিভিতে ঈদের দিন দুপুর ২টায় ‘মিশন এক্সট্রিম’ প্রচার হবে। একই সময় পরদিন দেখানো হবে ‘রাত জাগা ফুল’। এ ছাড়াও দীপ্ততে দেখানো হবে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’, মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’, এফ আই মানিকের ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, কাজী হায়াতের ‘বীর’, আমিত আশরাফের ‘উধাও’, ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’, শাহ মো. সংগ্রামের ‘বলব কথা বাসরঘরে’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’, আজাদী হাসনাত ফিরোজের ‘তুমি আমার মনের মানুষ’, আশিকুর রহমানের ‘কিস্তিমাত’। সাত দিনের বিশেষ আয়োজন করেছে বাংলা টিভি। সাতটি নতুন সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ ১৪টি বাংলা সিনেমা প্রচারিত হবে। সিনেমার মধ্যে রয়েছে শাকিব খান-বুবলীর ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘রংবাজ’ ও ‘অহংকার’। অন্যদিকে থাকছে বাপ্পী চৌধুরী-বিদ্যা সিনহা মিম অভিনীত অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ এবং বনি সেনগুপ্ত-মাহিয়া মাহী অভিনীত ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখ’। সিনেমাগুলোর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন দুপুর ২টা ও রাত ১০টা ৩০ মিনিটে। এ ছাড়া ঈদের সাত দিন সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে দেখা যাবে জনপ্রিয় বাংলা সিনেমা সবার ওপরে তুমি, আমার প্রাণের প্রিয়া, চাচ্চু, বন্ধু যখন শত্রু, দাদীমা, প্রাণের মানুষ, সন্তান আমার অহংকার। যথারীতি এবারের ঈদে জমকালো আয়োজন থাকছে নাগরিক টিভিতে। সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় সকাল থেকে রাত অবধি ৩৫টি সিনেমা দেখানো হবে। এসব সিনেমায় শাকিব খান, মান্না, বাপ্পী, পপি, শাবনূর, অপু বিশ্বাস, আঁচল, মৌসুমী, মীম, রিয়াজ, মাহিয়া মাহী, ফেরদৌস থেকে শুরু করে প্রায় সব তারকাকেই দেখা যাবে। সিনেমাগুলো হচ্ছে- ‘সবার ওপরে প্রেম’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘জজ ব্যারিস্টার কমিশনার’, ‘ঢাকা অ্যাটাক’, ‘তোমাকে বউ বানাব’, ‘রুখে দাঁড়াও’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘ওয়াার্নিং’, ‘রাজা ৪২০, ‘তান্ডবলীলা’, ‘ভালোবাসার দুশমন’, ‘মা আমার স্বর্গ’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘সুইট হার্ট’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘নষ্ট ছাত্র’, ‘বলব কথা বাসরঘরে’, ‘বিগ ব্রাদার’, ‘আমাদের ছোট সাহেব’, ‘মাস্তানের ওপর মাস্তান’, ‘বাস্তব’, ‘ওরা দালাল’, ‘স্বামীর সংসার’, ‘গুন্ডা দ্য টেররিস্ট’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘রাজধানীর রাজা’, ‘বর্তমান’, ‘সাহেব নামের গোলাম’, ‘যদি বউ সাজ গো’, ‘বাংলার বউ’, ‘বস্তির রানি সুরিয়া’, ‘দুশমন দরদি’, ‘বিয়েবাড়ি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘স্বপ্নের বাসর’। এদিকে ঈদের সাত দিন সাতটি নতুন সিনেমা প্রদর্শনী হবে চ্যানেল আইয়ে। ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো। সেগুলো হচ্ছে- নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, তানিম রহমান অংশুর ‘ন ডরাই’, ফাখরুল আরেফিন খানের ‘গন্ডি’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, এইচ আর হাবিবের ‘ছিটমহল’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ এবং রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’। বৈশাখী টেলিভিশনের ঈদের সাত দিন দুপুর ২টা ৪০ মিনিট থেকে প্রচার হবে সাতটি সিনেমা। শাকিব খান, পূর্ণিমা, অপু বিশ্বাস, ফেরদৌস, রিয়াজ, শাবনূর থেকে শুরু করে জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। সিনেমাগুলো হচ্ছে- ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘মনে-প্রাণে আছ তুমি’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘জমিদার’, ‘মা আমার স্বর্গ’, ‘এক জবান’ ও ‘বল না ভালোবাসি’। ঈদুল ফিতরে এটিএন বাংলায় দেখা যাবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘বসগিরি’, ‘চিরদিন আমি তোমার’, ‘আমি নেতা হব’, ‘কাবিননামা’, ‘আরও ভালোবাসব তোমায়’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘একবার বল ভালোবাসি’, ‘ও সাথীরে’, ‘বিয়ের প্রস্তাব’, ‘ফাঁদ’, ‘মনের জ্বালা’, ‘প্রেমিক পুরুষ’, ‘প্রিয়া আমার জান’, ‘ওয়ার্নিং’, এবং ‘সন্তানের মতো সন্তান’। এদিকে এই ঈদে বেসরকারি চ্যানেল এনটিভি ঈদের আগের দিন থেকে অনুষ্ঠানমালা প্রচার করা শুরু করবে। এসবের মধ্যে সিনেমার মধ্যে রয়েছে- দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, শাহীন সুমনের ‘খোদার পরে মা’, ইস্পাহানী আরিফ জাহানের ‘শিকারী’, বাবা যাদব-আবদুল আজিজের ‘বাদশা’, শাফিউদ্দীন শাফির ‘ফাঁদ’, ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’, শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’, এম বি মানিকের ‘জান আমার জান’, এফ আই মানিক ‘দুই পৃথিবী’, মোহম্মদ হান্নানের ‘নয়নভরা জল’, কাজী হায়াতের ‘কষ্ট’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর