বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হানিফ সংকেতের ‘ধন্যজনের অন্যমন’

শোবিজ প্রতিবেদক

হানিফ সংকেতের ‘ধন্যজনের অন্যমন’

প্রতি ঈদেই বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম ‘ধন্যজনের অন্যমন’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে। নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘সবাই দ্যাখে আদর্শ তার, করেন বড় ন্যায্য বিচার, ঘরের লোকই দ্যাখে শুধু, ধন্যজনের অন্যমন’। নাটকটি দেখলেই পাওয়া যাবে এই জনদরদি ধন্যজন-খ্যাত মেম্বারের অন্যমনের পরিচয়। আর এই চরিত্রগুলোর বিভিন্ন ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ধন্যজনের অন্যমন’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মীর সাব্বির, সারিকা সাবরিন, জামিলুর রহমান শাঁখা। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ। 

সর্বশেষ খবর