শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ব্যতিক্রমী গল্পে ‘প্রথম ঈদ’

শোবিজ প্রতিবেদক

ব্যতিক্রমী গল্পে ‘প্রথম ঈদ’

এবারের ঈদটা দেশের একটা বড় অংশের জন্য ‘প্রথম ঈদ’ হতে যাচ্ছে,  কভিড-১৯ সংক্রমণের পর এবারই ‘প্রথম’ ঠিক আগের মতো ঈদ পালন করতে যাচ্ছি আমরা। কারণ অনেক দিন পর, পুরো তিন বছর পর ঈদে আপনজনের সঙ্গে একসঙ্গে ঈদ করতে যাচ্ছি। উৎসবের খাঁটি আনন্দ তো সবাই মিলে ঈদ উদযাপনেই। আর ‘প্রথম ঈদ’-এর এ ধারণাটা জেগে উঠেছে ঈদকে ঘিরে রাঁধুনীর বিজ্ঞাপনটি দেখার পর। রাঁধুনীর ঈদের বিজ্ঞাপনটি যেন মনে করিয়ে দিল ঈদ ফিরছে আবার। আপনজনের সঙ্গে এক হওয়ার আকুতিটাকে উসকে দেওয়ার জন্য ধন্যবাদ রাঁধুনীকে। সবাইকে নিয়ে ঈদ আনন্দে শামিল হওয়ার ইচ্ছাটা বেড়ে গেল বহুগুণে। এই আনন্দে মেতে উঠতে রাঁধুনীর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে গিয়ে আপনিও দেখে নিতে পারেন বিজ্ঞাপনটি। সবার জীবনে ফিরুক খুশির স্বাদ। মায়ের হাতের রান্নায়, বাবার আদরে, ভাইবোনের স্নেহে, বন্ধু-স্বজনের সান্নিধ্যে করোনার পর আমাদের এই ‘প্রথম’ ঈদ হোক সার্থক।

সর্বশেষ খবর