রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

কৃষকের ঈদ আনন্দ

শোবিজ প্রতিবেদক

কৃষকের ঈদ আনন্দ

ফার্মারস গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’-এ প্রতিবারের মতো এবারও থাকছে গ্রামের কৃষক-কৃষানিদের নিয়ে চমকপ্রদ সব খেলা। আর সঙ্গে থাকছে দেশ-বিদেশের নানা বিষয় নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদন। এবারের পর্বটি ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের খাসেরচরে। ইতিহাস আর ঐতিহ্যের মানিকগঞ্জে রয়েছে কৃষি বৈচিত্র্যের অনন্যরূপ। কৃষক, কৃষানি ও সাধারণ মানুষের অংশগ্রহণে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ ভিন্নরকম আনন্দের। কৃষকের ঈদ আনন্দের নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার মুখোমুখি হতে হচ্ছে সবচেয়ে বেশি কৃষককেই। তাদের পরিবর্তিত সময় সম্পর্কে সচেতন করতে হবে। এখন থেকেই প্রস্তুত হতে হবে আগামীর জন্য। এবারের কৃষকের ঈদ আনন্দে গ্রামীণ খেলাধুলার পাশাপাশি আনন্দ-হাসি-গানের মাধ্যমে আগামী দিনের প্রস্তুতির তাগিদ রয়েছে কৃষকের জন্য।’  শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর