সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

‘গলুই’ নিয়ে ফেসবুকে ঝন্টুর উচ্ছ্বাস...

শোবিজ প্রতিবেদক

‘গলুই’ নিয়ে ফেসবুকে ঝন্টুর উচ্ছ্বাস...

গলুই ছায়াছবির অসাধারণ সাফল্যের জন্য পরিচালক এস এ অলিক এবং প্রযোজক খোরশেদ আলম খসরুকে প্রাণঢালা শুভেচ্ছা জানালেন খ্যাতিমান সিনিয়র চলচ্চিত্রনির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।  সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন- ‘গলুই ছায়াছবি মুক্তির পর আজ বৃহস্পতিবার অবদি প্রতিটি সিনেমা হলে টিকিট কাটার জন্য মানুষের ভিড় দেখে আমাদের চলচ্চিত্রের সোনালি যুগের কথা মনে পড়ে গেল। সিনেমা হলের সামনে শুধু মানুষ আর মানুষ, আজ এত বছর পর আবার সেই দৃশ্য দেখলাম, সিনেমা হলে মাত্র কয়েক শ সিট, কিন্তু হলের বাইরে হাজার হাজার মানুষ গলুই ছবি দেখার জন্য টিকিট খুঁজে বেড়াচ্ছে, এ দৃশ্য আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। সিনেমা হলে যখন প্রচুর ভিড় দেখতাম তখন সেই ছবিটি দেখার জন্য অতি আগ্রহী হয়ে পড়তাম। টিকিট না পেলে  ব্ল্যাকে টিকিট কেটে দেখতাম। গতকাল এ গলুই ছবিটি দেখতে সিনেমা হলে গিয়ে দেখি প্রচুর ভিড়, টিকিট নেই, ব্ল্যাকারদের হাতেও টিকিট নেই, বিক্রি হয়ে গেছে। তাই আমি ম্যানেজারের কক্ষে ঢুকে পড়লাম।

ম্যানেজার সাহেব আমাকে দেখে ওঠে এসে সম্মান করে বসাতে চাইলেন। আমি বললাম, এখানে বসব না, গলুই দেখার জন্য সিনেমা হলের ভিতর একটি সিটে বসতে চাই। ম্যানেজার সাহেব বললেন গলুই দেখবেন? কিন্তু টিকিট শেষ হয়ে গেছে, তবুও আপনি যখন এসেছেন আপনাকে ছবিটি দেখার ব্যবস্থা করে দিচ্ছি বলে আমাকে সিনেমা হলের ভিতর নিয়ে একটি এক্সট্রা চেয়ার এনে বসিয়ে দিলেন। মনোযোগের সঙ্গে পুরো  ছবিটি দেখলাম এবং ভাবলাম গত ২০ বছরে আমি এমন পরিচ্ছন্ন চলচ্চিত্র আর দেখিনি এবং হলের ভিতরে প্রতিটি মানুষের আনন্দ ও করতালি দেখে আমার বুকটা আনন্দে ভরে গেছে।  আমার এ আনন্দ একজন পরিচালক এবং প্রযোজকের ব্যবসার সাফল্যের জন্য। গলুই ছবিটি সবাই দেখলে আমার মতো আনন্দে তাদেরও মন ভরে যাবে। ধন্যবাদ পরিচালক এস আই অলিক ও প্রযোজক খোরশেদ আলম খসরুকে।’

 

সর্বশেষ খবর