শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

ঢাকায় গৌতম ঘোষ

শোবিজ প্রতিবেদক

ঢাকায় গৌতম ঘোষ

গতকাল দুপুরে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ নামে প্রামাণ্যচিত্রের শুটিং করতে ঢাকায় উড়ে এসেছেন কলকাতার প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ ও তাঁর টিম। জানা যায়, কলকাতায় প্রথম অংশের শুটিং শেষ করে এবার তিনি বঙ্গবন্ধুর স্মৃতিময় ধানমন্ডির ৩২ নম্বর ও টুঙ্গিপাড়ার বেশ কিছু স্থানে শুটিং তাঁবু ফেলবেন ২০ মে পর্যন্ত। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের একটা সময় কাটিয়েছেন কলকাতা শহরে। সেখানকার কলেজে পড়েছেন, রাজনীতি করেছেন।  বঙ্গবন্ধুর কলকাতার জীবন নিয়ে যৌথভাবে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। প্রামাণ্যচিত্রটির নির্মাতা গৌতম ঘোষ হলেও এর গবেষণা ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মো. সোহেল আহমদ সিদ্দিকী। বাংলাদেশ থেকে এই প্রজেক্টের সঙ্গে সার্বিকভাবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আরেফীন। ৩০ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটি জুনে মুক্তি পাবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর