মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

জে কে মজলিশের ‘সাউন্ড অব বেঙ্গল’

শোবিজ প্রতিবেদক

জে কে মজলিশের ‘সাউন্ড অব বেঙ্গল’

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হারিয়ে যাওয়া গানগুলো মানুষের কাছে  পৌঁছে দিতে সংগীত পরিচালক জে কে মজলিশ আসছেন তাঁর নতুন অনুষ্ঠান ‘সাউন্ড অব বেঙ্গল’ নিয়ে। ইতিমধ্যেই অনুষ্ঠানটির জন্য সাইন করেছেন মাছরাঙা টেলিভিশনের সঙ্গে। জে কে বলেন, ‘হারিয়ে যাওয়া লোকগানসহ হাজারো বাংলা গানকে বাঁচিয়ে রাখার দায়িত্ববোধ থেকেই এই নতুন প্রচেষ্টা। এবার অনুষ্ঠানটির পরিকল্পনা এবং গবেষণা আমি নিজে করছি। আর থাকছে কিছু নতুন চমক।’ জানা যায়, এটি প্রচার হবে মাছরাঙা টিভি চ্যানেল ও মাছরাঙা মিউজিক ইউটিউবের পর্দায়। এটির সার্বিক সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন ও প্রযোজক সাইফুল ইসলাম। জে কে মজলিশ ২০১৯-এ শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ড, ২০২০-এ শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবং আরটিভি মিউজিক অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আরটিভির লোকগানের অনুষ্ঠান ‘ফোক স্টেশন’-এর চারটি সিজনের সংগীত পরিচালক হিসেবে ছিলেন। ঈদুল ফিতরে জে কে মজলিশের সংগীতায়োজনে লোপা-বেলাল খানের ‘সুবহানাল্লাহ’, রুমানা ইসলামের ‘ছোট্ট এই বুকে’ এবং আসিফ আকবরের ‘টকবক বকবক’ গানগুলো প্রকাশ হয়। ‘যাও পাখি বল তারে’, ‘আশীর্বাদ’, ‘এক সমুদ্র ভালোবাসা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেছেন তিনি।

 

সর্বশেষ খবর