শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

আমি বেঁচে আছি : হানিফ সংকেত

শোবিজ প্রতিবেদক

আমি বেঁচে আছি : হানিফ সংকেত

সামাজিক যোগাযোগমাধ্যম দিনকে রাত, রাতকে দিন করে। বিভিন্ন মানুষকে ঘোষণা করে মৃত। সর্বশেষ এই গুজবের শিকার হলেন মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। তাঁর নামে গুজব ছড়িয়ে দেওয়া হলো তিনি মারা গেছেন। অনেকে শোকও জানিয়েছেন। এমন মিথ্যাচার দেখে বিস্মিত হলেন হানিফ সংকেত নিজেই। হাসতে হাসতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি মরিনি, সুস্থ আছি বেঁচে আছি’। গত পরশু রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুর গুজব প্রচার হয়ে আসছে। গুজবে বলা হচ্ছে- সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেত মারা গেছেন। বিষয়টি নিয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভে ফেটে পড়ে বলেন, এটি খুবই দুঃখজনক, এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। একটি চক্র অবৈধভাবে নানা ফায়দা হাসিলের অপচেষ্টায় দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে। এর আগে এ ধরনের চক্র নায়করাজ রাজ্জাক, এ টি এম শামসুজ্জামানসহ অনেকের সম্পর্কে এমন গুজব চাউর করে তাঁদের ও তাঁদের পরিবারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।  এই অপকর্মকারীরা তাদের সাইটে ভিউ বাড়ানোর জন্যও এই দুষ্কর্ম করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সাইবার ক্রাইম আইনের আওতায় এদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা।

সর্বশেষ খবর