শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

এ বছরের আলোচনায় হলিউড যত ছবি

এ বছরের আলোচনায় হলিউড যত ছবি

হলিউড সিনেমা মানেই অন্যরকম চমক। বছরের শুরু থেকে এ পর্যন্ত তারকাসমৃদ্ধ বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। আরও রয়েছে মুক্তির অপেক্ষায়।  এর মধ্য থেকে আলোচিত কিছু সিনেমা নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

ডক্টর স্ট্রেঞ্জ

পরিচালক স্যাম রাইমি। রয়েছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, এলিজাবেথ ওলসেন, বেনেডিক্ট ওং, চিওটেল এজিওফোর, র‌্যাচেল ম্যাকঅ্যাডামস। ৬ মে আন্তর্জাতিক মুক্তির পর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পায়।

 

টপ গান

দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় দেখা যাবে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো ছবি ‘টপ গান’র দ্বিতীয় কিস্তি। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এ ছবির মাধ্যমেই বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ। অবশেষে আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ছবিটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান : ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সেখানে অংশ নেন টম ক্রুজ।

 

অ্যাভাটার

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’র সাফল্যের পর জেমস ক্যামেরন সিক্যুয়েল নিয়ে আসছেন। অ্যাভাটারে অভিনীত স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন ল্যাং, জিওভান্নি রিবিসি, জোয়েল ডেভিড মুর, দিলীপ রাও, সিসিএইচ পাউন্ডার এবং ম্যাট জেরাল্ডসহ সিজে জোন্সকে অ্যাভাটার টু তে দেখা যাবে। ১৬ ডিসেম্বর সিনেমাটির মুক্তির কথা।

 

ফ্যান্টাস্টিক বিস্টস

ডেভিড ইয়েটস পরিচালিত সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’। এটি ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’র সিক্যুয়েল। সিনেমাটিতে রয়েছেন এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার।

 

থর

এটি মার্ভেল স্টুডি প্রযোজিত ‘থর : রাগনারক’র সিক্যুয়েল। পরিচালনায় তাইকা ওয়াইটিটি। ক্রিস হেমসওয়ার্থকে থরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আরও রয়েছেন টেসা থম্পসন, নাটালি পোর্টম্যান, ক্রিশ্চিয়ান বেল, ক্রিস প্র্যাট, শন গান, জেফ গোল্ডব্লাম এবং ভিন ডিজেল। এটি ৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তির কথা।

 

দ্য ব্যাটম্যান

এটি ব্যাটম্যান ফিল্ম ফ্র্যাঞ্চাইজির রিবুট। পরিচালনায় ম্যাট রিভস। রবার্ট প্যাটিনসন, পল ড্যানো, জেম লসন অভিনীত সিনেমাটি ২০২২ সালের ৪ মার্চ আন্তর্জাতিক মুক্তির পর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পায়।

 

স্পাইডার-ম্যান

সিনেমাটি পরিচালনা করেছেন জোয়াকিম ডস সান্তোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে থম্পসন। এতে অভিনয় করেছেন হেইলি স্টেইনফিল্ড, অস্কার আইজ্যাক, শমেইক মুর ও ইসসা রে। ৭ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। পার্ট টু আসবে আগামী বছর।

 

ব্ল্যাক প্যান্থার

মার্ভেল কমিকস চরিত্র ব্ল্যাক প্যান্থারের ওপর ভিত্তি করে ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ সিনেমাটি নির্মিত হয়েছে। এটি বেশ আলোচনায় রয়েছে নানা কারণে। আগের পর্বটি ছিল ব্যবসাসফল।

 

অ্যাকোয়াম্যান

‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ আমেরিকান সুপারহিরো ফিল্ম যা ডিসি কমিকস চরিত্র ‘অ্যাকোয়াম্যান’র ওপর ভিত্তি করে নির্মিত। এটি ‘অ্যাকোয়াম্যান’র সিক্যুয়াল। সিনেমাটির পরিচালনা করেছেন জেমস ওয়ান। সিনেমাটিতে আর্থার কারিকে ‘অ্যাকোয়াম্যান’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আরও অভিনয়ে অ্যাম্বার হার্ড, প্যাট্রিক উইলসন, ডলফ লুন্ডগ্রেন ও নিকোল কিডম্যান। ১৬ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

 

আরও যেসব সিনেমা...

‘দ্য গ্রে ম্যান’। পরিচালনায় অ্যান্থনি ও জো রুশো। ছবিতে রয়েছেন দক্ষিণের তারকা ধানুশ। ২০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বছরের শেষ দিকে।  আরও রয়েছে সিনেমা ‘স্ক্রিম’, ‘আনচার্টেড’, ‘ডিসি লিগ অব সুপার পেটস’, ‘জুরাসিক ওয়ার্ল্ড : ‘ডমিনিয়ন’, ‘দ্য নর্থম্যান’, ‘দ্য লস্ট সিটি’, ‘ডেথ অন দ্য নীল’, ‘দ্য ফ্ল্যাস’, ‘অ্যাম্বুলেন্স’সহ বেশ কিছু সিনেমা।

সর্বশেষ খবর