সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

কান সৈকতে সেরাদের মেলা

কান সৈকতে সেরাদের মেলা

বশেষে বিশ্বের মর্যাদাপূর্ণ ৭৫তম কান আসরের পর্দা নামল। শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল সমাপনী আয়োজন। ১২ দিনের এই আয়োজন ছিল অনেক ঘটনাবহুল। কোন ছবি অথবা কার মাথায় শোভা পেল সেরার মুকুট! সেসব  নিয়ে আয়োজন সাজিয়েছেন - পান্থ আফজাল

 

আসরে পাম ডি অর জিতে নিয়েছে সুইডেনের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ চলচ্চিত্রটি। অন্যদিকে গ্রাঁ পিঁ পুরস্কারটি যৌথভাবে জিতে নেয় ‘ক্লোজ’ ও ‘স্টার্স অ্যাট নুন’। আর সেরা নির্মাতা হন দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চান-উক। ‘ব্রোকার’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন কোরিয়ান অভিনেতা সং কাং হো এবং সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেছেন জার আমির ইব্রাহিমি। তিনি ইরানি ছবি ‘হলি স্পাইডারে’ অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় ‘বয় ফ্রম হোম’। এদিকে কান উৎসবের ৭৫ বছরপূর্তি পুরস্কার পেয়েছেন টরি অ্যান্ড লকিটা ছবির জন্য বেলজিয়ান ভ্রাতৃদ্বয় জ্যঁ পিয়েরে ও লুক দারদেনে। আসরের সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতেছে ‘দ্য ওয়াটার মারমার্স’।

 

স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র) জিতেছে রুবেন অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। আগেও রুবেন স্বর্ণপাম জিতেছিল, সেটা ছিল ২০১৭ সালে তার ‘দ্য স্কয়ার’র জন্য। পর পর দুই ছবির জন্য এমন অর্জন বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে আগে ঘটেনি। রুবেন অস্টলান্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ এবং মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভার্জিনি এফিরা।

 

ফিপরেস্কি পুরস্কার জিতল ইরান

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) দৃষ্টিতে মূল প্রতিযোগিতা শাখা থেকে সেরা হয়েছে ইরানের সায়িদ রুসতাই পরিচালিত ‘লেইলা’স ব্রাদার্স’। আঁ সার্তে রিগা শাখা থেকে মরক্কোর নারী মরিয়ম তুজানি পরিচালিত ‘দ্য ব্লু কাপ্তান’কে সেরার স্বীকৃতি দিয়েছে ফিপরেস্কি। সেরা হয়েছে বেলজিয়ামের ইমানুয়েল নিকো পরিচালিত ‘দালভা’। প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ছবির মধ্য থেকে জাপানের কোরি-ইদা হিরোকাজুর ‘ব্রোকার’কে ইকুমেনিকাল জুরি পুরস্কার দেওয়া হয়। এদিকে কানের প্যারালাল সেকশন ডিরেক্টর’স ফোর্টনাইটে প্রিঁ এসএসিডি পেয়েছে ফ্রান্সের টমাস সালভাদর পরিচালিত ‘দ্য মাউন্টেন’। লেবেল সিনেমাস ইউরোপা পেয়েছে ফ্রান্সের মিয়া হানসেন-লাভের ‘অ্যা বিউটিফুল মর্নিং’। ক্যারস দ’র দেওয়া হয়েছে আমেরিকান নারী পরিচালক কেলি রাইকার্ডকে। ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ জিতেছে কলম্বিয়ার আন্দ্রেস রামিরেজ পুলিদো পরিচালিত ‘দ্য প্যাক’। মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ‘ইও’ ছবির জন্য কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড জিতেছেন পোলিশ সুরস্রষ্টা পাওয়েল মিকিয়াটেন। স্পেশাল মেনশন দেওয়া হয়েছে স্পাইক লির ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’কে।

 

‘দ্য ওর্স্ট ওয়ানস’

সর্বোচ্চ স্বীকৃতি জিতেছে ‘দ্য ওর্স্ট ওয়ানস’। এটি পরিচালনা করেছেন ফরাসি নারী লিজ আকোরা এবং রোমান গিউরে। এটা তাদের পরিচালিত প্রথম ছবি।

 

‘জয়ল্যান্ড’র বাজিমাত

পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ জিতেছে আঁ সার্তে রিগা শাখার জুরি প্রাইজ। এটির নির্মাতা সায়েম সাদিক।

 


এক নজরে উৎসবে বিজয়ী

মূল প্রতিযোগিতা                 

স্বর্ণপাম : ট্রায়াঙ্গেল অব স্যাডনেস [রুবেন অস্টলান্ড, সুইডেন]

গ্রাঁ পিঁ [যৌথভাবে] : স্টারস অ্যাট নুন [ক্লেয়ার ডেনি, ফ্রান্স] এবং ক্লোজ [লুকাস ডোন্ট, বেলজিয়াম]

সেরা পরিচালক : ডিসিশন টু লিভ [পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া]

সেরা চিত্রনাট্যকার : তারিক সালেহ [বয় ফ্রম হ্যাভেন, সুইডেন]

সেরা অভিনেত্রী : জার আমির ইব্রাহিমি [হলি স্পাইডার, ইরান]

সেরা অভিনেতা : সং কাং হো [ব্রোকার, দক্ষিণ কোরিয়া]

জুরি প্রাইজ [যৌথভাবে] : দ্য এইট মাউন্টেন [বেলজিয়াম] এবং ইও [পোল্যান্ড]

ট্রায়াঙ্গেল অব স্যাডনেসকান উৎসবের ৭৫ বছরপূর্তি পুরস্কার : জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন [টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম]

ক্যামেরা দ’র : জিনা গামেল ও রাইলি কিয়াও [ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র]

ক্যামেরা দ’র [বিশেষ সম্মান] : হায়াকাওয়া চিয়ে [প্ল্যান সেভেন্টি ফাইভ, জাপান]

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি : দ্য ওয়াটার মারমার্স [জিয়ানিং চেন, চীন]

স্বল্পদৈর্ঘ্য ছবি [বিশেষ সম্মান] : মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস [অবিনাশ বিক্রম শাহ, নেপাল]

 


আঁ সার্তে রিগা                           

সেরা চলচ্চিত্র : দ্য ওর্স্ট ওয়ানস [লিজ আকোকা ও রোমান গিউরে, ফ্রান্স]

জুরি প্রাইজ : জয়ল্যান্ড [সায়েম সাদিক, পাকিস্তান]

সেরা পরিচালক : আলেকসান্দ্রু বেল্ক [মেট্রোনম, রোমানিয়া]

সেরা চিত্রনাট্য : মেডিটেরানিয়ান ফিভার [মাহা হাজ, ফিলিস্তিন]

সেরা অভিনয় : ভিকি ক্রিপস [করসেজ] এবং আদম বেসা [হারকা]

জুরি ফেভারিট অ্যাওয়ার্ড : রোডিও [লোলা কিভোরন]

 

সিনেফঁদাসো                          

প্রথম পুরস্কার : অ্যা কন্সপিরেসি ম্যান [ভালেরিও ফেরারা, ইতালির সেন্ত্রো স্পেরিমেন্তাল ডি সিনেমাটোগ্রাফিয়ার]

দ্বিতীয় পুরস্কার : সামহোয়্যার [লি জিয়াহে, চীনের হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন]

তৃতীয় পুরস্কার : গ্লোরিয়াস রেভোল্যুশন [মাশা নোভিকাভা, লন্ডন ফিল্ম স্কুল] এবং হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার [লরেন ফেরনান্দেজ, ফ্রান্সের লা সিনেফ্যাব্রিক]

 


ফিপরেস্কি           

মূল প্রতিযোগিতা শাখা : লেইলা’স ব্রাদারস [সায়িদ রুসতাই, ইরান]

আঁ সার্তে রিগা : দ্য ব্লু কাপ্তান [মরিয়ম তুজানি, মরক্কো]

প্যারালাল সেকশন [ক্রিটিকস উইক] : দালভা [ইমানুয়েল নিকো, বেলজিয়াম]

ইকুমেনিকাল জুরি : ব্রোকার [কোরি-ইদা হিরোকাজু, জাপান]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর