বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

চতুর্থ সপ্তাহে যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’

শোবিজ প্রতিবেদক

চতুর্থ সপ্তাহে যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’

নিউইয়র্কের ম্যানহাটনে প্রিমিয়ারের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টানা চতুর্থ সপ্তাহেও প্রদর্শনী হচ্ছে অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’-এর। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করেছেন। এর আগে রিকশা গার্লের স্ক্রিনিং হয়েছে যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যের ৫২টি শহরে।

গত ৫ মে মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকায় অনুষ্ঠিত হয় ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। ‘নাইমা’ নামের এক কিশোরীকে ঘিরে আবর্তিত হয়েছে এ সিনেমার গল্প। নভেরা রহমান সিনেমায় ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। আরও রয়েছেন চম্পা,  মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্রসহ অন্যরা। এটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। দেশে মুক্তির অপেক্ষায় থাকা ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র।

সর্বশেষ খবর