রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

সর্বক্ষেত্রেই প্রথমবার চঞ্চল!

শোবিজ প্রতিবেদক

সর্বক্ষেত্রেই প্রথমবার চঞ্চল!

বহুরূপী চরিত্রাভিনেতা চঞ্চল চৌধুরী। ছোট পর্দায় নিয়মিত অভিনেতা হিসেবে তাঁকে পাওয়া গেলেও বাংলাদেশের গত এক যুগের সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে ব্যবসাসফল সিনেমাগুলোর সঙ্গেও জড়িয়ে আছে তাঁর নাম। মনপুরা, মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, দেবী এবং সর্বশেষ ‘পাপ-পুণ্য’ দিয়ে মাত করেছেন সিনেমা অঙ্গন। এ ছাড়াও তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে আছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ এবং বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি চঞ্চল তাঁর ফেসবুক হ্যান্ডেলে নতুন একটি তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন- ‘মনপুরা’ গিয়াসউদ্দিন সেলিমের প্রথম সিনেমা, ‘আয়নাবাজি’ অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা, ‘দেবী’ অনম বিশ্বাসের প্রথম সিনেমা। অপেক্ষার পালা শেষ... আসছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা। তার মানে হলো সব সিনেমা নির্মাতার প্রথম চলচ্চিত্রে চঞ্চল অভিনয় করেছেন। এটি বিশেষ চমক সবার জন্য। এদিকে আজ সন্ধ্যায় অবমুক্ত হচ্ছে ‘হাওয়া’র ট্রেইলার। চঞ্চল বলেন, ‘আর একবার বাংলাদেশের সিনেমার চমক দেখাতে এবং দেখতে চাই। এ যাত্রায় আপনাদের অংশগ্রহণ বাংলা সিনেমাকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশা করি। বাংলা সিনেমার জয় হোক।’ সব মাধ্যমেই অভিনয়ে সাবলীল এই অভিনেতার অভিনয় ক্যারিয়ার প্রায় দুই যুগ। এখনো যে কোনো চরিত্রে মানানসই চঞ্চল। শুধু দেশের দর্শক নয়, ভারতীয় দর্শকদের কাছেও এখন প্রিয় অভিনেতা চঞ্চল।

সর্বশেষ খবর