মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

বেঁচে থাকলে আজ ৬৭ ছুঁতেন লাকী আখন্দ

শোবিজ প্রতিবেদক

বেঁচে থাকলে আজ ৬৭ ছুঁতেন লাকী আখন্দ

দেশের সংগীতাঙ্গনের এক দিকপাল লাকী আখন্দ। ১৯৫৬ সালের এই দিনে জন্ম নেওয়া লাকী আখন্দ বেঁচে থাকলে আজ ৬৭ ছুঁতেন। তাঁকে বলা হয়, দেশের অন্যতম সেরা সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। তাঁর সুরারোপিত গানগুলো এখনো মানুষকে আন্দোলিত করে। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক যাতেই হাত দিয়েছেন তাই হয়ে উঠেছে এক একটি মাস্টারপিস। অসংখ্য শ্রোতানন্দিত জনপ্রিয় গানের সুরকার, সংগীত পরিচালক লাকী আখন্দের গাওয়া কয়েকটি গান হলো- ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানিতাম’, ‘হৃদয় আমার’, ‘সুমনা’, ‘তোমার স্বাক্ষর আঁকা’। তাঁর সুর ও সংগীতায়োজনে সৃষ্টি হয়েছে ‘লিখতে পারি না কোনো গান’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কে বাঁশি বাজায় রে’, ‘নীল নীল শাড়ি পরে’, ‘হঠাৎ করে বাংলাদেশ’। এই কিংবদন্তি সংগীতশিল্পী দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে ২০১৭ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি তাঁর সুর ও কণ্ঠের মাঝে আজো বেঁচে আছেন মানুষের হৃদয়ে।

 

সর্বশেষ খবর