বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

শাকিবের অপেক্ষায় নির্মাতারা

আলাউদ্দীন মাজিদ

শাকিবের অপেক্ষায় নির্মাতারা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। দেশে নেই প্রায় আট মাস হলো। কয়েকটি ছবির কাজ অসম্পূর্ণ হয়ে আছে। এগুলোর মধ্যে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবিটি অন্যতম। তাই শাকিবের অপেক্ষায় এখন ঢালিউড নির্মাতারা। এদিকে গত ২৮ মে ফিল্মি ক্যারিয়ারের ২৩ বছর পূর্ণ করে দুই যুগে পা দিয়েছেন তিনি। এখনো নির্মাতা ও প্রদর্শকদের ভরসার স্থল হয়ে আছেন তিনি। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলের কথায় ‘শাকিবের ছবি সিনেমা হলে চালালে দুটো পয়সার মুখ দেখি। খরচ কিছুটা হলেও ওঠে আসে। কারণ দর্শক এই নায়কের ছবি দেখতে সিনেমা হলমুখী হয়। দর্শকগ্রহণযোগ্যতার এই স্থানটি অনেক পরিশ্রম আর অভিনয়ের প্রতি ডেডিকেশনের কারণে জয় করে নিয়েছেন শাকিব।’ ক্যারিয়ারের দুই যুগে পদার্পণের বিশেষ দিনে নিজের ফেসবুক পেজে এক বার্তায় শাকিব লিখেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।’ বর্তমানে শাকিব খান রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত বছরের নভেম্বর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। এর মধ্যেই তাঁর অর্জনের খাতায় যুক্ত হলো দুটি পুরস্কার। প্রতিবেশী দেশ ভারতের একটি আয়োজনে তাঁকে পুরস্কৃত করা হয়েছে। গত ১৫ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। এতে ২০১৯ ও ২০২০ দুই বছরের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এই আয়োজনেই সেরা অভিনেতা (বাংলাদেশ) ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় শাকিবকে। ২০১৯ সালের ‘পাসওয়ার্ড’ ও ২০২০ সালের ‘বীর’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার দুটি পেয়েছেন তিনি। এদিকে গত ঈদুল ফিতরের আগে দেশে ফেরার কথা ছিল শাকিবের। কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন না তিনি। কারণ হিসেবে এই নায়ক জানান, তাঁর প্রযোজিত ও নির্মিতব্য ‘রাজকুমার’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এটি নির্মিত হবে যুক্তরাষ্ট্রে। জুলাই থেকেই শুরু হচ্ছে শুটিং। নায়ক ও প্রযোজক হিসেবে তাই সেখানে নিয়মিত সময় দিতে হচ্ছে শাকিবকে। যুক্তরাষ্ট্রে গিয়েই গ্রিন কার্ডের আবেদন করেছেন শাকিব খান। এদিকে সুপারস্টার শাকিবের অর্জনের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। গত ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য একটি উৎসবের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এটি হলো ‘বঙ্গ সম্মেলন’। বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব এটি। আগামী ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উৎসবটি। ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। বঙ্গ সম্মেলনের ইতিহাসে বাংলাদেশি হিসেবে শাকিব খানই প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন। এদিকে গত এক দশকের মতো এবারের ঈদেও মুক্তি পেয়েছে শাকিব অভিনীত দুটি ছবি ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। ছবিগুলো মোটামুটি দর্শক সাড়া জাগায়। আগামী কোরবানির ঈদে এখন পর্যন্ত মুক্তির জন্য প্রস্তুত রয়েছে শাকিব অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবিটি। জানা গেছে, তাঁর আরও দুয়েকটি ছবি ঈদে মুক্তি পেতে পারে। সবমিলিয়ে নানা আলোচনা-সমালোচনায় ঘিরে থাকা শাকিব খান এখনো মানসম্মত কাজের মাধ্যমে ঢালিউডে তাঁর ক্যারিয়ারের সম্ভাবনার আলো জ্বালিয়ে রেখেছেন।

সর্বশেষ খবর