শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

ফেরদৌসের অতৃপ্তি

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসের অতৃপ্তি

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। তাঁর প্রথম ছবি কলকাতার ‘হঠাৎ বৃষ্টি’। এ ছাড়াও দুই বাংলায় প্রচুর জনপ্রিয় ছবি রয়েছে তাঁর। একাধিকবার বেশ কিছু দর্শকপ্রিয় ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। কিন্তু এ কি বললেন তিনি? এই প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র নির্মাতা ও দর্শকরা। সম্প্রতি ফেরদৌস বলেন, ‘আমার ফিল্মি ক্যারিয়ারে দুই-একটি ছাড়া কোনো ছবিতেই কাজ করে শতভাগ তৃপ্তি পাইনি আমি। তিনি আরও বলেন, ‘এখন এসে মনে হয়, আমার অভিনয় সত্তাকে শতভাগ কাজে লাগানো হয়নি। সে জায়গা  থেকে কিছু অতৃপ্তি রয়ে যায়। ‘গঙ্গাযাত্রা’র মতো যদি আরেকটি সিনেমায় অভিনয়ের সুযোগ পাই, তা হলে আরও অনেক বেশি জাস্টিফাই করতে পারব। তখন নিজেকে আরও ভাঙব। সেরকম একটি চরিত্রের অপেক্ষায় আছি। অভিনয় ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসাই আমার কাছে সেরা অর্জন। এই সান্ত্বনা যে, অভিনয় দিয়ে জীবনে কিছু করতে পেরেছি।’ নির্মাতা  দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ সিনেমায় অভিনয় করছেন  ফেরদৌস। এ ছাড়া আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ : সেই সব দিনগুলি’, নঈম ইমতিয়াজের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এবং নুরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমাগুলোতে কাজ করছেন তিনি। ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন ১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভিতর আগুন’ সিনেমার মাধ্যমে। এরপর ১৯৯৮ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমার মধ্য দিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর