শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা
গাজী রাকায়েত-উর্মিলা

নাটক ‘শূন্যতায় বসবাস’

শোবিজ প্রতিবেদক

নাটক ‘শূন্যতায় বসবাস’

চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ একাকী শূন্যতার মাঝে বাস করেন। চারুকলা বিভাগের শিক্ষার্থী অর্পা রাশেদ স্যারের শূন্য জীবনে রংধনু হয়ে আসে। একটা সময় জানা যায়, অর্পার মা ইশিতার সঙ্গে রাশেদ স্যারের ভালোবাসার সম্পর্ক ছিল। এরকমই একটি গল্পে রাশেদ স্যারের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। আর অর্পা চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। এই প্রথম গাজী রাকায়েত ও উর্মিলা একই সঙ্গে কাজ করলেন। নাটকের নাম ‘শূন্যতায় বসবাস’। নুরুল আলম তৌফিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। প্রযোজনা করেছেন সুমন আব্বাস। দুরন্ত টেলিফিল্মের ব্যানারে নির্মিত নাটকটি খুব শিগগিরই এনটিভিতে প্রচারিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর