শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

ফের মঞ্চে দুই আগন্তুক বনাম করবী ফুল

শোবিজ প্রতিবেদক

নাটকের দল ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ হাজির হচ্ছে তাদের নিয়মিত প্রযোজনা ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এর ৪৯, ৫০, ৫১ ও ৫২তম প্রযোজনার (পেন্ডামিক ভার্সন) চারটি শো আজ ১৮ ও কাল ১৯ জুন মঞ্চস্থ হতে যাচ্ছে।

এর নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। নাটকটি শুরু হবে প্রথম শো সন্ধ্যা ৭টায়, দ্বিতীয় শো রাত ৮টায়।

নাটকটির সৃষ্টির গল্প জানিয়ে নির্দেশক আশীষ খন্দকার বলেন, ‘এক দিন আমি আমার মেয়ে মৃণ¥য়ীর সঙ্গে বসে ছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ওই ছোট্ট একটা বীজ থেকে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমি দাঁড় করিয়েছি। এ নাটকে অভিনয় করেছেন জ্যেষ্ঠ ভ্রাতা চরিত্রে ফরহাদ শাওন, কনিষ্ঠ ভ্রাতা তোতো তীমথিয়, বান্দ্রা মানিসা অর্চি, মামুলি ইনসান চরিত্রে ওমর ফারুক। নাটকের কনসেপ্ট প্রেরণা (স্কেচ) মৃণ¥য়ী আশীষ, মিউজিক জাহিদ মাহমুদ, তানভীর নাহিদ, আলো পরিকল্পনা আলী আফসার জুম্মান ও শিল্প নির্দেশনা দিয়েছেন সংগীতা বাড়ৈ।

সর্বশেষ খবর