রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

মাসব্যাপী সংগীত উৎসব

শোবিজ প্রতিবেদক

সংগীতশিল্পীদের সব দাবি বিবেচনা করার আশ্বাস দিয়ে শুক্রবার সন্ধ্যায় ‘সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলন’ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শিল্পীদের যেসব দাবি আছে তা বিবেচনা করার আশ্বাস দেন মন্ত্রী। রেজওয়ানা চৌধুরী বন্যার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন সংগীত ঐক্য বাংলাদেশ-এর অন্যতম মহাসচিব এবং গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী, সংগীত ঐক্য বাংলাদেশ-এর মহাসচিব এবং মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি নকীব খান, সংগীত ঐক্য বাংলাদেশ-এর আরেক মহাসচিব এবং সিংগার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। বিকাল ৬টায় শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব। উৎসব ও সম্মেলনের পৃষ্ঠপোষক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর