বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

গীতি আলেখ্য উৎসব

শোবিজ প্রতিবেদক

নতুন নির্মিত চারটি গীতি আলেখ্য পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল বিশ্ব সংগীত দিবসে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৫ ও সন্ধ্যা ৭টায়  ‘চর্যালেখ্য’ ও ‘আবহমান বাংলা’ পরিবেশিত হয়। এদিন একাডেমির সচিব মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও সংগীত পরিচালক শামসুল হুদা এবং গবেষক ও অধ্যাপক কমল খালিদ। ২৬ জুন ‘রাগ লহরী’ ও ‘লোকনন্দন’ গীতি আলেখ্য পরিবেশিত হবে বিকাল ৫ ও সন্ধ্যা ৭টায়। আলোচক হিসেবে থাকবেন গবেষক ও সংগীত পরিচালক শেখ জসীম এবং গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কবীর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর