বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

৩৫ বছর পর চলচ্চিত্র প্রযোজনায় বিএফডিসি

শোবিজ প্রতিবেদক

৩৫ বছর পর চলচ্চিত্র প্রযোজনায় বিএফডিসি

৩৫ বছর পর সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ২১ জুন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ‘আকাশ যুদ্ধ’ (মুক্তিযুদ্ধভিত্তিক) ও ‘চাদর’ নামে সিনেমাটি দুটির নাম আসে। ‘আকাশ যুদ্ধ’ পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপংকর দীপন। ছবিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫ লাখ টাকা। অন্য সিনেমার নাম ‘চাদর’। জাকির হোসেন রাজুর পরিচালনার এ ছবিটি পাচ্ছে ৭০ লাখ টাকা। খোঁজ নিয়ে জানা যায়, অনুদানের জন্য এফডিসি আলাদাভাবে দুটি ছবির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। সেটিই গ্রহণ করে অনুদান ঘোষণা করা হয়েছে। ছবি দুটির নির্মাণ প্রক্রিয়া ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত অন্যান্য ছবির মতোই হবে। চলতি বছরের শেষে শীতের মধ্যে ‘আকাশ যুদ্ধ’র কাজ শুরু করতে চান পরিচালক। মুক্তিযুদ্ধের অসীম এক সাহসিকতার গল্প বলা হবে এতে। 

সর্বশেষ খবর