শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা
রাশেদ সীমান্ত

তিন নাটক নিয়ে ঈদে

শোবিজ প্রতিবেদক

তিন নাটক নিয়ে ঈদে

এবারের ঈদুল আজহায়ও থাকছে রাশেদ সীমান্তের তিনটি বিশেষ নাটক। দুটি একক এবং একটি সাত পর্বের ধারাবাহিক। টিপু আলম মিলনের গল্প এবং জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় ‘ঢাকা টু বরিশাল’ নাটকে অহনার বিপরীতে রাশেদ সীমান্তকে দেখা যাবে মানিক চরিত্রে। পার্থ সারথি দাসের রচনা এবং মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের পরিচালনায় ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে ঈদের বিশেষ একক নাটক ‘বাবার পুরস্কার’। এ নাটকে রাশেদ সীমান্তের চরিত্রের নাম রমিজ। যার রয়েছে ছয় বছরের বাকপ্রতিবন্ধী বাচ্চা পরী (মুনতাহা এ্যামিলিয়া)। রাশেদের বিপরীতে রয়েছেন শশী। এদিকে টিপু আলম মিলনের গল্প এবং আল হাজেনের পরিচালনায় নির্মিত হচ্ছে ঈদের সাত পর্বের ধারাবাহিক ‘শিয়ালবাড়ি-৩’। নাটকটিতে রাশেদ সীমান্তকে দেখা যাবে আসমান চরিত্রে। এ নাটকটিতে রাশেদ সীমান্তের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তিনটি নাটকই প্রচার হবে বৈশাখী টিভিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর