শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা
সাবিলা নূর

নাটক আমি রোকেয়া বলছি

শোবিজ প্রতিবেদক

নাটক আমি রোকেয়া বলছি

মা চেয়েছিলেন মেয়ে বড় হয়ে বেগম রোকেয়ার মতো নারীর অধিকার নিয়ে আন্দোলন করবে। কিন্তু বড় হওয়ার পর বেগম রোকেয়া নামটি বদলে রাখে ঐতি। নামের সঙ্গে সঙ্গে অর্থ-আভিজাত্যের ছোঁয়ায় নিজেকেও বদলে ফেলতে চায় মেয়েটি। কিন্তু মায়ের মতো তার জীবনকেও বিষিয়ে তোলে পুরুষ শাসিত সমাজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুখোশধারীদের অশুভ ছায়া। এখানে সাবিলা নূর নাম ভূমিকায় অভিনয় করেছেন। একটি বিশেষ চরিত্রে রয়েছেন মনোজ প্রামাণিক। আরও রয়েছেন আদিবা বুশরা, শফিক খান দিলু, সেলজুক, শেখ মাহবুবুর রহমান, রিগ্যান সোহাগ রত্ন প্রমুখ। আশরাফুজ্জামানের রচনা-পরিচালনায় নির্মিত এই নাটকটির নাম ‘আমি রোকেয়া বলছি’। প্রযোজনায় সাজু মুন্তাসির। ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে এটি প্রচার হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর