মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
পিটার ব্রুক

চলে গেলেন মঞ্চের জাদুকর

শোবিজ ডেস্ক

চলে গেলেন মঞ্চের জাদুকর

মঞ্চের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা মনে করা হয় তাঁকে। মঞ্চে সৃজনশীলতা দিয়ে নিজেকে নিয় গেছেন অনন্য উচ্চতায়। সেই ব্রিটিশ নির্মাতা পিটার ব্রুক মারা গেছেন। গত শনিবার প্যারিসে তাঁর মৃত্যু হয়। ১৯৭৪ সাল থেকে তিনি ফ্রান্সে বাস করছিলেন। রবিবার তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন পরিচালকের প্রকাশক। তাঁর বয়স হয়েছিল ৯৭। ব্রুক শেকসপিয়রের নাটকের চ্যালেঞ্জিং সংস্করণ থেকে শুরু করে মহাভারত পর্যন্ত প্রযোজনা করেছিলেন। ব্রুক বিভিন্ন বিচিত্র জায়গায় নাটক মঞ্চস্থ করেছেন। যার মধ্যে আছে সারা দুনিয়ার বিভিন্ন শহরের জিমনেসিয়াম, নির্জন কারখানা, কোয়ারি, স্কুল ও পুরনো গ্যাস কারখানায় ইত্যাদি। ১৯৭০ সালের স্ট্রাটফোর্ড প্রযোজনা শেকসপিয়রের ‘আ মিডসামার নাইটস ড্রিম’ থিয়েটারের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। ব্রুক বাণিজ্যিক চাহিদার কাছে নত হতে অস্বীকার করেছিলেন। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর