বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঈদে জমজমাট পাঁচফোড়ন

এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় কোরবানির ঈদ নিয়ে রকমারি সব আয়োজন দিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’

শোবিজ প্রতিবেদক

ঈদে জমজমাট পাঁচফোড়ন

ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। অনুষ্ঠানটি এটিএন বাংলার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে। এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় কোরবানির ঈদকে নিয়ে রকমারির সব আয়োজন দিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। ঈদের দিন এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এটি। এসব ঘটনার ফাঁকে থাকছে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী কুসুম শিকদার। এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। এবারের পাঁচফোড়নে গান থাকছে চারটি। একটি গেয়েছেন প্রতিক হাসান। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দিপা। আর একটি দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ ও সালমা। গানটির কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও ত্রয়ী ইসলাম এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন জুয়েল মোর্শেদ। কোরবানির ওপর একটি মজার গান তৈরি করা হয়েছে। সুখেন্দু বিশ্বাসের কথায় গানটির সঙ্গে নৃত্যে মাহমুদুল হাসানসহ অংশ নিয়েছেন একদল তরুণ। এই গানটিরও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। রংপুরের পালিচড়া গ্রামের একজন মিষ্টভাষী প্রচার মানব নজরুল ইসলামের অভিনব প্রচারণার ওপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। স্বর্ণ অনুসন্ধানের ওপর রয়েছে আরও একটি চমৎকার প্রতিবেদন। এ ছাড়াও এবারের পাঁচফোড়নে ঈদের কেনাকাটা ও নানা সমসাময়িক বিষয় নিয়ে বেশ কিছু রসাত্মক নাট্যাংশ রয়েছে। পাঁচফোড়নের বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন- সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, লাভলী ইয়াসমিন, গুলশান আরা, আবদুল আজিজ, জিল্লুর রহমান, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, কামাল বায়েজিদ, জামিল হোসেন, তারিক স্বপন, আনন্দ খালেদ, মতিউর রহমান, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শামীম, সাবরিনা নিসা, সাদিয়া তানজিন, সুবর্ণা মজুমদারসহ আরও অনেকে। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর